রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখলেন ১০ জন স্প্যানিশ নাগরিক
জানা গেছে, কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের তোফাদিয়া গ্রামের আঃ রাজ্জাক মিয়ার ছোট ছেলে লন্ডন প্রবাসী মোঃ হানিফ মিয়ার আমন্ত্রণে এবং তার বাড়ীতে গত ৮ই জুলাই রাতে তারা বেড়াতে আসেন।
গতকাল ৯ই জুলাই সকালে তারা তোফাদিয়া, রতনদিয়া বাজার, কালুখালী রেলস্টেশন, ঝাউগ্রাম, কালিকাপুরসহ বিভিন্ন গ্রাম ঘুরে দেখেন।
উপজেলার বিভিন্ন স্থান ঘুরে ফেরার সময় এদের মধ্যে নীলাস নামে একজন বলেন, লন্ডনে বসবাসরত হানিফ আমার দীর্ঘদিনের বন্ধু। তার আমন্ত্রণে বাংলাদেশে আসা। বাংলাদেশ একটি সুন্দর দেশ। এখানে এসে আমাদের খুব ভালো লেগেছে। এদেশের মানুষগুলো বন্ধুসুলভ। বাংলাদেশের মানুষের আতিথেয়তা আমার চিরদিন মনে থাকবে। সুযোগ পেলে আবারও বাংলাদেশে আসবো।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com