রাজবাড়ী জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার || ২০২৪-০৭-১০ ১৫:৩৩:১৮

image

রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে গতকাল ১০ই জুলাই সকালে পুলিশ লাইন্সের ড্রিলশেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

 সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ, পিপিএম।

 মাসিক কল্যাণ সভায় পুলিশ সদস্যরা ব্যক্তিগত ও সমষ্ঠিগত বিভিন্ন দাবী-দাওয়া এবং সমস্যা তুলে ধরেন। এ সময় তাদের দাবী-দাওয়া, সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং দাবী-দাওয়া পূরণ ও সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ঠদের নির্দেশ প্রদান করেন পুলিশ সুপার।

 জেলা পুলিশের বিভিন্ন সফলতায় পুলিশ মহাপরিদর্শক(আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন কর্তৃক ২টি পুরষ্কার প্রাপ্ত হয় রাজবাড়ী জেলা।

 সভায় পুরষ্কার প্রাপ্তদের হাতে আইজিপি কর্তৃক প্রদত্ত পুরষ্কার তুলে দেন পুলিশ সুপার। এছাড়া ভাল কাজের জন্য গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) উত্তম কুমার ঘোষ, সর্বোচ্চ ট্রাফিক প্রসিকিউশন দাখিলকারী অফিসার ট্রাফিক বিভাগের টিএসআই দেলোয়ার হোসেন, সর্বোচ্চ মামলা নিষ্পত্তিকারী অফিসার জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই)মিলন চন্দ্র বর্মণ, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক(এসআই) সঞ্জীব জোয়াদ্দার, শ্রেষ্ঠ গ্রেফতারী পরোয়ানা তামিলকারী অফিসার পাংশা মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) তারিকুল ইসলামকে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ পুরষ্কার প্রদান করা হয়।

 সভা শেষে একই দিন দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সামাজিক অপরাধ নিবারণ, নিয়ন্ত্রণ এবং প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ, পিপিএম। 

 মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান, সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ শাহীন ও সকল থানার অফিসার ইনচার্জ, ডিবির ওসি, ডিআইও-১সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com