বাংলাদেশ রেলওয়ের উন্নয়ন বিষয়ে সরকারী সফরে ভিয়েতনাম ও জাপান যাচ্ছেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
গতকাল ১০ই জুলাই দিনগত রাত ২টা ৫মিনিটে (১১ই জুলাই) মালয়েশিয়া এয়ারলাইন্স যোগে ভিয়েতনাম ও জাপানের উদ্দেশ্যে রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম ও তার ৮জন সফর সঙ্গী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন বলে জানা গেছে।
জানা গেছে, আগামী ১৪ই জুলাই পর্যন্ত তিনি ভিয়েতনাম ভ্রমণে ভিয়েতনাম-বাংলাদেশ রেল উন্নয়ন বিষয়ে সেখানকার সরকারী বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন।
এরপর ১৫ই জুলাই থেকে ২৪শে জুলাই পর্যন্ত জাপান সফরকালে রেলপথ মন্ত্রী হিরোশিমায় নিহতদের স্মৃতি বিজড়িত স্থান পরিদর্শন ও জাইকার সদর দপ্তরে জাইকার উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন। এছাড়াও তিনি নিপ্পন স্টিল ফ্যাক্টারী পরিদর্শন করবেন। জাপান-বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের সাথেও বৈঠক করবেন তিনি। এছাড়াও ল্যান্ড, ইনফ্রাসটাকচার, ট্রান্সপোর্ট এবং টুরিজম বোর্ডের পার্লামেন্টারি ভাইস মিনিস্টার কোয়ারি তাকাশি’র সাথে বৈঠক করবেন এবং বাংলাদেশ সেমিনার অন হিউমেন রিসোর্স-এ অংশগ্রহণ করবেন রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম। আগামী ২৪শে জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com