কালুখালীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কালুখালী প্রতিনিধি || ২০২৪-০৭-১১ ১৫:১৪:৩৫

image

 রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা গতকাল ১১ই জুলাই বিকেলে রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

 বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনালে কালিকাপুর ইউপির শামলাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে পরাজিত করে মৃগী ইউপির ঘাটরা সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। 

 অপর ফাইনালে মৃগী ইউপির আলহাজ্ব আফসার উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে কালিকাপুর ইউপির এয়াকুব হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

 খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ। এ সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল, কালুখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষা অফিসার সুপ্রিয়া রানী বিশ্বাস, সাওরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী ও মুক্তিযোদ্ধা আকামত আলী প্রমুখ বক্তব্য রাখেন।

 পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়কের হাতে ট্রফি প্রদান করা হয়।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com