গোয়ালন্দে চরাঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘব ও কৃষিপণ্য পরিবহনের সুবিধার্থে ৩টি খালের উপর ব্রিজ নির্মাণ

মইনুল হক মৃধা || ২০২৪-০৭-১১ ১৫:১৫:৫৪

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ও দৌলতদিয়া ইউনিয়নের প্রত্যন্ত চরাঞ্চলের মানুষের দুর্ভোগ লাগবে চলাচল ও কৃষি পণ্য পরিবহনের সুবিধার্থে নির্মাণ করা হবে ৩টি ব্রিজ। 

 গতকাল ১১ই জুলাই দুপুরে ব্রিজ নির্মাণের স্থান পরিদর্শনকালে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী এ কথা বলেন।

 এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু সাইদ মন্ডল, উপসহকারী প্রকৌশলী মোঃ সাদিকুর রহমান ও দৌলতদিয়া ইউপি সদস্য মোঃ জামাল মোল্লা উপস্থিত ছিলেন।  

 পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার লোকজনের সাথে বিভিন্ন সুবিধা-অসুবিধা নিয়ে আলাপ আলোচনা করেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী।

 জানা গেছে, চরাঞ্চলের মানুষের দুর্ভোগ লাগবে উজানচর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হাবিল মন্ডল পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে ফৈজদ্দিন মাতব্বর পাড়া অভিমুখী খালের উপর ৫০ মিটার ব্রিজ, চর দৌলতদিয়া হতে আজিজ মৃধা পাড়া শাখাওয়াতের বাড়ীর পাশে খালের উপর ৫০ মিটার ব্রিজ এবং উজানচর চর কর্ণেশনা হতে দৌলতদিয়া ৭নং ওয়ার্ড তমিজ উদ্দিন মৃধা পাড়া পর্যন্ত মরা পদ্মার উপর ৫০ মিটার ব্রিজ তৈরি করার জন্য স্থান নির্ধারণ করা হয়েছে। অল্প কিছুদিনের মধ্যেই বিভিন্ন এলাকার সাথে যোগাযোগ বৃদ্ধিতে এ ব্রিজ তিনটি নির্মাণ করা হবে।

 এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী বলেন, গোয়ালন্দ উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে তৈরি করতে বিভিন্ন এলাকার রাস্তাঘাট উন্নয়নে বিশেষ অবদান রাখতে হবে। চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে রাস্তাঘাট মেরামতের খুবই প্রয়োজন। চরাঞ্চলের মানুষের কৃষি পণ্য পরিবহন সুবিধা এবং স্বল্প সময়ে শহরের সাথে দ্রুত যোগাযোগ বৃদ্ধিতে ব্রিজটি তিনটি করার উদ্যোগ গ্রহণ করেছি। স্থান নির্ধারণ ও ব্রিজের দৈর্ঘ্যের পরিমাপ নেয়া হয়েছে। দ্রুতই একটি প্রকল্পের মাধ্যমে ব্রিজ তিনটি অনুমোদন আনা হবে। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com