রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনকে কেন্দ্র করে বিশাল শোডাউন করেছে আনারস প্রতীকের প্রার্থী উপজেলা ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার তাজবীর হাসান সিসিল।
গতকাল ১১ই জুলাই সকালে প্রতীক বরাদ্দ পাওয়ার পর বিকেলে কয়েক হাজার সমর্থক নিয়ে মাছপাড়ায় বিশাল শোডাউন করেন তিনি।
এর আগে বিকাল সাড়ে ৫টা দিকে মাছপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জমায়েত হতে থাকে এ প্রার্থীর হাজার হাজার সমর্থকেরা। পরে সেখান থেকে বিশাল এক মিছিল বের করা হয়। মিছিলটি মাছপাড়া বাজার এলাকা প্রদক্ষিণ করে। পরে মাছপাড়া রেল লাইনের পাশে পথসভা অনুষ্ঠিত হয়।
পথ সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চাঁদের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকবর আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো বক্তব্য রাখেন।
পথ সভায় তিনি বলেন, আমি মাত্র ২১ বছর বয়স থেকে দীর্ঘ ৩২বছর ধরে এই ইউনিয়নে আপনাদের সেবা করেছি। আপনারা আমাকে ইউপি চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান বানিয়েছেন। আমি আমার একমাত্র ছেলেকে আপনাদের কাছে রেখে গেলাম। তাকে আগামী ২৭শে জুলাই নির্বাচনে আনারস প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবেন। তাকে দেখে রাখবেন। আমরা কোন ভাড়াটিয়া লোক নিয়ে মিছিল করি না, মাত্র একদিনের ঘোষণায় আজ মাছপাড়া ইউনিয়নবাসী দেখিয়ে দিয়েছে জনপ্রিয়তা কোথায় কার কত টুকু আছে।
চেয়ারম্যান প্রার্থী খন্দকার তাজবীর হাসান সিসিল তার বক্তব্যে বলেন, আমি বুড়ো চেয়ারম্যানের সন্তান। আমি আপনাদের সন্তান। আগামী ২৭শে জুলাই নির্বাচনে সকলেই আনারস প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আমি নির্বাচিত হয়ে বাবার অসমাপ্ত কাজ শেষ করব। আমি নির্বাচিত হয়ে আমাদের রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম ও তার পুত্র আশিক মাহমুদ মিতুল ভাইকে উপহার দিতে চাই। মাছপাড়া ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তিত করতে আপনাদের সাথে নিয়ে কাজ করে যাবো। সকলেই আমার জন্য দোয়া করবেন।
পথসভায় অন্যান্যের মধ্যে খন্দকার রনো ও রেজাউল করিম বক্তব্য রাখেন।
উল্লেখ্য, আগামী ২৭শে জুলাই মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ইউনিয়নের চেয়ারম্যান সদ্য অনুষ্ঠিত উপজেলা পরিষদের নির্বাচনে অংশ গ্রহণ করে নির্বাচিত হলে পদটি শূন্য হয়।
উপ-নির্বাচনে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন সাবেক চেয়ারম্যান ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়োর ছেলে খন্দকার তাজবীর হাসান সিসিল।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com