পাংশায় শিশু কবি মেশকাতুল আবরারের সম্মানে সাহিত্য সভা

মোক্তার হোসেন || ২০২৪-০৭-১২ ১৪:৩৯:১৭

image

রাজবাড়ী জেলার পাংশা পৌরসভাধীন ১নং ওয়ার্ডের চরমৌদিপুর গ্রামে গত ১১ই জুলাই দুপুরে নানামুখী প্রতিভার অধিকারী শিশু কবি খোন্দকার মেশকাতুল আবরারের সম্মানে এক সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে।

 মেশকাতুল আবরার বর্তমানে রাজধানী ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার আলিম ক্লাসের শিক্ষার্থী। খোন্দকার মেশকাতুল আবরারের পিতা পাংশা শাহজুঁই(রঃ) কামিল মাদরাসার উপাধ্যক্ষ, বিশিষ্ট প্রবন্ধকার ও সাহিত্য গবেষক ডঃ খোন্দকার মোহাম্মদ মাহবুবুর রহমান এবং মাতা কবি ও লেখক আফরোজা আফরীন(বিএসসি অনার্স এমএসসি)। তাদের অনুপ্রেরণায় মেশকাতুল আবরার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা জীবন থেকেই উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, উপস্থিত অভিনয়, কবিতা আবৃত্তি, রচনা লিখন, গল্প প্রতিযোগিতা, হামদ নাত প্রতিযোগিতা, ইসলামী গান প্রতিযোগিতা, তাৎক্ষণিক অভিনয়, ইসলামী জ্ঞান, রচনা, ৭ই মার্চের ভাষণ, দাবা, একক অভিনয়, ক্বেরাত, নির্ধারিত বক্তৃতা, ‘আমার চোখে বঙ্গবন্ধু’ বিষয়ে ১মিনিটব্যাপী ভিডিও চিত্র তৈরি প্রতিযোগিতা, দেশব্যাপী প্রতিভা অন্বেষণ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে উপজেলা, জেলা, ঢাকা বিভাগ ও জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জন করেছে। তার নানামুখী প্রতিভার স্মারক সম্মাননা হিসেবে স্থানীয় সাহিত্য সেবীদের সমন্বয়ে এ সাহিত্য সভার আয়োজন করা হয়।

 সাহিত্য সভায় পাংশা শাহজুঁই(রঃ) কামিল মাদরাসার উপাধ্যক্ষ, বিশিষ্ট প্রবন্ধকার ও সাহিত্য গবেষক ডঃ খোন্দকার মোহাম্মদ মাহবুবুর রহমান, কবি ও লেখক আফরোজা আফরীন, খোকসা আবু তালেব ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, বিজ্ঞানমনস্ক কবি ও লেখক, বীর মুক্তিযোদ্ধা এসএম কায়কোবাদ, পাংশা সরকারী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান হাজারী আবুল হাসিম, পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি মুহাম্মদ ফিরোজ হায়দার, পাংশার ইতিহাস গ্রন্থের লেখক শেখ মুহাম্মদ সবুর উদ্দিন, কবি ও নাট্য ব্যক্তিত্ব মোঃ এবাদত আলী সেখ, কবি মোল্লা মাজেদ, শিশু কবি খোন্দকার মেশকাতুল আবরার ও খোন্দকার মেফতাহুল আহনাফ, সাংবাদিক মোঃ মোক্তার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

 উল্লেখ্য, বাঁশআড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীতে দোয়েল শাখায় স্কুল অফ ফাইভ গল্প প্রতিযোগিতায় সাফল্য অর্জন, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০১৯, খ বিভাগে পাংশা উপজেলা পর্যায়ে উপস্থিত অভিনয়ে এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ থেকে প্রথম স্থান, রাজবাড়ী জেলা ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৮ বাঁশআড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ক গ্রুপে উপস্থিত বক্তৃতায় ১ম স্থান, জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩ এ পাংশা শাহজুঁই (রঃ) কামিল মাদরাসা থেকে কবিতা আবৃত্তিতে অংশ নিয়ে প্রথম স্থান, জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩ পাংশা শাহজুঁই (রঃ) কামিল মাদরাসা থেকে খ গ্রুপে রচনা লিখন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান, জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩ পাংশা শাহজুঁ (রঃ) কামিল মাদরাসা থেকে খ গ্রুপে হামদ নাত ও ইসলামি গানে তৃতীয় স্থান, জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৮ এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ থেকে হামদ নাতে ক বিভাগে দ্বিতীয় স্থান, জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২২ পাংশা শাহজুঁই(রঃ) কামিল মাদরাসা থেকে খ ছাত্র গ্রুপে ইসলামী জ্ঞানে তৃতীয় স্থান, জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২২ পাংশা শাহজুঁই (রঃ) কামিল মাদরাসা থেকে খ ছাত্র গ্রুপে রচনা প্রতিযোগিতায় ১ম স্থান, জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৮ বাঁশআড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ক গ্রুপে ৭ই মার্চের ভাষণে ১ম স্থান, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২০, (সেনানিবাস, ঢাকা) তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা থেকে সাংস্কৃতিক বিষয়ক খ গ্রুপে উপস্থিত অভিনয়ে প্রথম স্থান, বাংলাদেশ শিশু একাডেমির জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২০ ঢাকা জেলা পর্যায়ে খ গ্রুপে উপস্থিত অভিনয়ে প্রথম স্থান, বাংলাদেশ শিশু একাডেমি, রাজবাড়ী জাতীয় শিশু পুরস্কার প্রতিযোতিা-২০১৯ জেলা পর্যায়ে খ গ্রুপে উপস্থিত অভিনয়ে তৃতীয় স্থান, জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২২ পাংশা শাহজুঁই (রঃ) কামিল মাদরাসা থেকে খ ছাত্র গ্রুপে কবিতা আবৃত্তিতে দ্বিতীয় স্থান, জাতীয় শিশু সপ্তাহ প্রতিযোগিতা-২০২৩ রাজবাড়ী জেলা পর্যায়ে পাংশা শাহজুঁই (রঃ) কামিল মাদরাসা থেকে খ গ্রুপে তাৎক্ষণিক অভিনয়ে প্রথম স্থান, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২২ রাজবাড়ী জেলা পর্যায়ে গ গ্রুপে উপস্থিত অভিনয়ে তৃতীয় স্থান, উপস্থিত বক্তৃতায় ২য় স্থান ও গ বিভাগে হামনাতে প্রথম স্থান, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২৩ রাজবাড়ী জেলা পর্যায়ে গ বিভাগে হামদে তৃতীয় স্থান, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২২ পাংশা উপজেলা পর্যায়ে পাংশা শাহজুঁই (রঃ) কামিল মাদরাসা থেকে গ গ্রুপে দাবা খেলায় তৃতীয় স্থান, জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩ গ গ্রুপে হাদ ও নাতে ১ম স্থান, জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩ উপস্থিত বক্তৃতায় গ গ্রুপে ২য় স্থান, জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩ গ গ্রুপে উপস্থিত অভিনয়ে ১ম স্থান, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২২ উপস্থিত বক্তৃতায় ১ম স্থান, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২২ গ গ্রুপে উপস্থিত অভিনয়ে ১ম স্থান ও হামদ নাতে ১ম স্থান, বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত শিল্পকলা প্রতিযোগিতা-২০২৪ রাজবাড়ী জেলায় খ বিভাগে একক অভিনয়ে প্রথম স্থান, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২৩ পাংশা উপজেলা পর্যায়ে ক্বেরাত প্রতিযোগিতায় গ গ্রুপে তৃতীয় স্থান, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ পাংশা উপজেলা পর্যায়ে খ গ্রুপে বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ খ গ্রুপে নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম স্থান, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ পাংশা উপজেলা পর্যায়ে তাৎক্ষণিক অভিনয় প্রতিযোগিতায় প্রথম স্থান, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস-২০২৩ পালন উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ‘আমার চোখে বঙ্গবন্ধু’ বিষয়ে এক মিনিট ব্যাপী ভিডিওচিত্র তৈরি প্রতিযোগিতায় খ বিভাগে দ্বিতীয় স্থান, দেশ ব্যাপী প্রতিভা অন্বেষণ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় রাজবাড়ী জেলায় খ বিভাগে একক অভিনয়ে ২য় স্থান এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ ঢাকা বিভাগ পর্যায়ে খ গ্রুপে তাৎক্ষণিক অভিনয়ে শ্রেষ্ঠ নির্বাচিত হয়। এ ছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় একের পর এক সাফল্য অর্জন করে চলেছে মেশকাতুল আবরার।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com