কোটা প্রথার সংস্কার, শিক্ষা পণ্যের দাম কমানো, পরিবহনে হাফ ভাড়া ও শিক্ষায় দুর্নীতি বন্ধ করার দাবীতে গতকাল ১৩ই জুলাই দুপুরে রাজবাড়ী শহরের রেলগেট শহীদ স্মৃতি চত্ত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন।
বিক্ষোভ সমাবেশ শেষে রাজবাড়ী রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস অবরোধ করার উদ্দেশ্যে ১নং রেলগেটে রেললাইনের উপর অবস্থান নেয় বিক্ষোভকারীরা। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের রেললাইনের উপর থেকে হটিয়ে দিলে রাজবাড়ী রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা বেনাপোল এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
এর আগে ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা সংসদের সাধারণ সম্পাদক উৎসব চক্রবর্তী বিক্ষোভ সমাবেশে বলেন, আমরা ন্যায্য দাবী নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আজ আমরা সংখ্যায় কম হলেও আমাদের আন্দোলন বেগবান হবেই। আগামীতে আমাদের লোক সংখ্যা বাড়বেই। আমরা ভাড়া করা মানুষ দিয়ে সমাবেশ করি না। এমন কি চা সিগারেটের বিনিময়েও লোক আনি নাই। আমাদের সংগঠন নীতি আদর্শে চলে। মানুষের ভালোবাসায় আমরা একদিন সফল হবোই।
বিক্ষোভ সমাবেশে জেলা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মেহেরা খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহির খান, সদস্য তাহসিন ও সাব্বির সজীব অনিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামান বলেন, বিক্ষোভকারীদের বেশিরভাগী স্কুলের গুন্ডী পার হয়নি। কয়েকজন এইচএসসির শিক্ষার্থী। তাদের আমরা বুঝিয়েছি, আমাদের কথা শুনে নিজেরাই বিক্ষোভ থেকে সড়ে দাঁড়িয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com