ভিয়েতনামের পরিবহন মন্ত্রীর সাথে রেলপথ মন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

বিশেষ প্রতিনিধি || ২০২৪-০৭-১৩ ১৫:২০:০৭

image

 ভিয়েতনামের পরিবহন মন্ত্রী গুয়েন ভ্যান থাং এর সাথে রাজধানী হ্যানয়স্থ তার কার্যালয়ে গত ১১ই জুলাই দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের রেলপথ মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি।

 বৈঠকে বন্ধুত্বপূর্ণ পরিবেশে দুই দেশের মধ্যকার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ লুৎফর রহমান রেলপথ মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন। 

 চারদিনের রাষ্ট্রীয় সফরে রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিমের নেতৃত্বে ভিয়েতনাম গমন করে বাংলাদেশের একটি প্রতিনিধি দল।

 বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সুসম্পর্কের কথা উল্লেখ করে বাংলাদেশের রেলপথ মন্ত্রীকে ভিয়েতনাম সফরের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন ভিয়েতনামের পরিবহন মন্ত্রী। এই সফর দুই দেশের সম্পর্ককে আরো শক্তিশালী করবে মর্মে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রেলযোগাযোগসহ সার্বিক যোগাযোগ ক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব সফলতার প্রশংসা করেন ভিয়েতনামের পরিবহন মন্ত্রী। 

 ভিয়েতনামের পরিবহন মন্ত্রী বলেন, ভিয়েতনামের মহান নেতা হোচিমিন এবং বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উভয়ই তাদের নিজ নিজ দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন। তাই ঐতিহাসিক মহানুভবতায় বাংলাদেশ ও ভিয়েতনাম পরমবন্ধু। সরকারের বিভিন্ন পর্যায়ে নিয়মিত দ্বিপাক্ষিক সফর অব্যাহত রাখা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের পারস্পরিক রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে একযোগে কাজ করে যেতে আগ্রহ প্রকাশ করেন ভিয়েতনামের পরিবহন মন্ত্রী। 

 বাংলাদেশের রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম তাকে উষ্ণ অভ্যর্থনার জন্য ভিয়েতনামের পরিবহন মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। দ্বিপাক্ষিক সভায় তিনি বলেন, যেকোনো দেশের আর্থ-সামাজিক অগ্রগতি সাধনে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিকল্প নেই। সেই বিবেচনায়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিশেষ গুরুত্ব প্রদান করেছেন। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে দেশের সর্ববৃহৎ যোগাযোগ অবকাঠামোগত প্রকল্প বহুমুখী পদ্মা সেতু নির্মাণ করে রাজধানী ঢাকার সাথে দেশের দক্ষিণ অঞ্চলের ২১টি জেলার মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজতর করে দিয়েছেন। এই বহুমুখী সেতুর ওপর রেলযোগাযোগ স্থাপন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আরেকটি যুগান্তকারী সফলতা বলে উল্লেখ করেন রেলপথ মন্ত্রী হাকিম। 

 দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীরতর করার প্রত্যয় ব্যক্ত করে রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম ভিয়েতনামের পরিবহন মন্ত্রীকে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের সাদর আমন্ত্রণ জানান। 

 উল্লেখ্য, সরকারী এই সফরের সময় রেলপথ মন্ত্রী ও বাংলাদেশ প্রতিনিধি দল ভিয়েতনামের কয়েকটি গুরুত্বপূর্ণ যোগাযোগ প্রকল্প পরিদর্শন করেন। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com