গোয়ালন্দে কষ্টি পাথরের বড় থালাসহ গ্রেফতার-৪

মইনুল হক মৃধা || ২০২৪-০৭-১৪ ১৫:৪৮:১৮

image

 রাজবাড়ী জেলার গোয়ালন্দে ৪ কেজি ৮২০ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের থালাসহ ৪ জনকে পুলিশ গ্রেফতার করেছে।

 গতকাল ১৩ই জুলাই দিনগত রাত পৌনে ৪টার দিকে (গতকাল ১৪ই জুলাই) ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে পুলিশের অস্থায়ী চেকপোস্টে একটি প্রাইভেটকারে তল্লাশি করে কষ্টি পাথরের থালাসহ তাদের গ্রেফতার করা হয়।

 গ্রেফতারকৃতরা হলো- সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার পেঙ্গুয়ারী গ্রামের মৃত নিজাম উদ্দীনের ছেলে গোলাম সাকলাইন(৪৩), সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার কামাউড়া গ্রামের মৃত আলাল উদ্দীনের ছেলে মাসুদ রানা(৩৫), জামালপুর সদর উপজেলার তুলশিরচর গ্রামের সফুর উদ্দীনের ছেলে খোরশেদ আলম(৪২) ও গাজীপুর জেলার টঙ্গী উপজেলার সুদাফা গ্রামের মৃত ইদ্রিস আলী ছেলে আবুল কালাম আজাদ(৪৫)।

 বিকেলে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

 প্রেস বিজ্ঞপ্তি বলা হয়, উল্লেখিতরা কষ্টি পাথরের বড় থালাটি প্রাইভেট কারযোগে ঢাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি চৌকস দল ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে ওৎ পেতে থাকে। রাত পৌনে ৪টার ঢাকাগামী ওই প্রাইভেট কারটি (ঢাকা-মেট্টো-জ-৩৯-২০৯৫) সেখানে পৌছালে সিগন্যাল দিয়ে থামানো হয়। এরপর উল্লেখিতদের জিজ্ঞাসাবাদ করলে তারা কষ্টি পাথরের থালার কথা স্বীকার করেন। এ সময় থালাটি জব্দ করাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

 গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে গতকাল ১৪ই জুলাই আদালতে প্রেরণ করা হয়।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com