রাজবাড়ীতে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

সুজন বিষ্ণু || ২০২৪-০৭-১৪ ১৫:৪৯:৪৫

image

রাজবাড়ীতে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে গতকাল ১৪ই জুলাই র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।

 এবারের দিবসের প্রতিপাদ্য ছিল “মাদকের আগ্রাসন দৃশ্যমান প্রতিরোধেই সমাধান”।

 সকালে কালেক্টরেটের আম্রকানন চত্ত্বর থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালী শেষে কালেক্টরেটের সম্মেলন কক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু কায়সার খান বক্তব্য রাখেন। 

 অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ীর ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন ও অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান বক্তব্য রাখেন।

 এ সময় অন্যান্যদের মধ্যে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাফর সাদিক চৌধুরী, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র, কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম নওয়াব আলী, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান এহসানুল হাকিম সাধন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, জেল সুপার মোঃ আব্দুর রহিম, রাজবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোঃ জাকির হোসেন, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মামুন-উর-রশিদ, বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহা-ব্যবস্থাপক মোঃ সালাহউদ্দিন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজমীর হোসেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, জেলা প্রাণিসম্পদ  কর্মকর্তা ডাঃ প্রকাশ রঞ্জন বিশ্বাস, রাজবাড়ী আঞ্চলিক পার্সপোট অফিসের সহকারী পরিচালক মোঃ আবজাউল আলম, জেলা আনসার ভিডিপির সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাঃ রেজাউল হোসেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ আসিফুর রহমান, এনজিও রাসের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, রাজবাড়ী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক লিটন, রেলওয়ে জিআরপি থানার ওসি সোমনাথ বসুসহ জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, এনজিও প্রতিনিধিগণ, জেলার বিভিন্ন মাদক নিরাময় কেন্দ্রের প্রতিনিধিগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ। স্বাগত বক্তব্যের পর একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। 

 আলোচনা সভা শেষে মাদক বিরোধী চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com