রাজবাড়ী জেলার পাংশা শহরে গতকাল ১৫ই জুলাই বিকালে শ্রী শ্রী রাঁধা গোবিন্দ ও শিব মন্দির প্রাঙ্গন থেকে শহরের প্রধান সড়ক হয়ে পাংশা আদি মহাশ্মশান মন্দিরে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে ৯দিন ব্যাপী শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব-২০২৪ সম্পন্ন হয়েছে।
উল্টো রথযাত্রা উপলক্ষে ভোর সাড়ে ৪টায় মঙ্গল আরতি, দুপুরে ভোগ আরাধনা ও প্রসাদ বিতরণ শেষে বিকাল ৫টার দিকে উল্টো রথযাত্রা শুরু হয়ে বিকাল সোয়া ৬টায় কর্মসূচি শেষ হয়।
উল্টো রথযাত্রা কর্মসূচিতে রথযাত্রা উৎসব উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা অনিল কুমার বিশ্বাস, সভাপতি সুব্রত কুমার দাস সাগর, পাংশা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের সাবেক সদস্য উত্তম কুমার কুন্ডু, পাংশা আদি মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক দীপক কুমার কুন্ডু, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রতিষ্ঠাকালীন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশীল কুমার মোদী, পাংশা পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক পাল, বিশিষ্ট ব্যবসায়ী তাপস পাল, চন্ডীচরণ ঘোষসহ সনাতন ধর্মের বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সনাতন ধর্মের নানা বয়সের বহু নারী-পুরুষ দড়ি ধরে রথযাত্রা উৎসবে অংশ নেয়।
এর আগে গত ৭ই জুলাই বিকালে পাংশা আদি মহাশ্মশান চত্বরে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব-২০২৪ উদ্বোধন করা হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com