জগন্নাথদেবের উল্টো রথযাত্রার মধ্য দিয়ে বালিয়াকান্দিতে ৯দিনের অনুষ্ঠান সমাপ্ত

তনু সিকদার সবুজ || ২০২৪-০৭-১৫ ১৫:৪৩:৩৪

image

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রার মধ্যে দিয়ে ৯দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্ত হয়েছে।

 গতকাল ১৫ই জুলাই বিকেলে শ্রী শ্রী গৌর নিতাই জগন্নাথ (ইসকন) মন্দিরের আয়োজনে মন্দির প্রাঙ্গণ থেকে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা বের করা হয়।

 উল্টো রথযাত্রাটি বালিয়াকান্দি বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। প্রধান অতিথি হিসেবে রথযাত্রার র‌্যালীতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়।

 এ সময় শৈলকুপা ওজোপাডিকোর প্রকৌশলী বাপ্পী দাস, মন্দিরের সভাপতি সুজিত কুমার সাহা, থানার প্রতিনিধি সাব-ইন্সপেক্টর রাজেবুল ইসলাম রাজীব, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী রতনসহ অনেকেই উপস্থিত ছিলেন। র‌্যালী শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com