রাজবাড়ী ও ফরিদপুরে র‌্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমান ফেন্সিডিল-গাঁজাসহ ৬জন গ্রেপ্তার

মীর সামসুজ্জামান || ২০২৪-০৭-১৫ ১৫:৪৫:১১

image

রাজবাড়ী ও ফরিদপুরে পৃথক ২টি অভিযানে ১ হাজার ২১ বোতল ফেনসিডিল ও সাড়ে ৬ কেজি গাঁজাসহ ৬জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।

 এ সময় মাদক বহনে ব্যবহৃত ২টি মাইক্রোবাস ও ১টি ইজিবাইক জব্দ করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ৩৫ লাখ টাকা। 

 গতকাল ১৫ই জুলাই দুপুরে র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্প কার্যালয়ে কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শায়খ আকতার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

 গ্রেফতারকৃতরা হলো- রাজবাড়ী জেলার খানখানাপুর ইউনিয়নের মিরপাড়া গ্রামের তোফাজ্জেল সর্দারের ছেলে আকবর সরদার(৪১), রাজবাড়ী সদর উপজেলার লক্ষীকোল গ্রামের নজিবুর রহমানের ছেলে মাইক্রোবাসের ড্রাইভার মোঃ সজিব(৩৮), ফরিদপুর জেলার কোতোয়ালি থানার চর টেপাখোলা বেপারীপাড়া গ্রামের মৃত সবেদ আলী বেপারীর ছেলে রাহাত বেপারী(৩৪), একই থানার গোপালপুর গ্রামের মৃত রঞ্জিত চন্দ্র শীলের ছেলে দিপু কুমার শীল(৪২), কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার কৈপাল গ্রামের মোঃ জামিরুল ইসলামের ছেলে শাহিন আলী(৩৪) ও একই গ্রামের সাবদুলের ছেলে ইমন ইসলাম(২৩)।

 লেফটেন্যান্ট কমান্ডার শায়খ আকতার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৪ই জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী শহরের টিএন্ডটি পাড়া এলাকায় র‌্যাবের একটি টিম অভিযান চালায়। এ সময় কুষ্টিয়া থেকে আসা একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজা জব্দ করাসহ শাহিন আলী(৩৪) ও ইমন ইসলাম(২৩) নামের ২জনকে আটক করা হয়।

 এছাড়া একই দিন রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর জেলার ভাঙ্গা মহাসড়কের ব্রাহ্মণকান্দা নামক স্থানে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাস ও ইজিবাইকে অভিযান চালানো হয়। ওই মাইক্রোবাস ও তারই পাশে থাকা ব্যাটারি চালিত ইজিবাইকে তল্লাশি চালিয়ে ৯২১ বোতল ফেনসিডিল ও দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় আকবর সরদার(৪১), ড্রাইভার সজিব(৩৮), রাহাত বেপারী(৩৪), দিপু কুমার শীল (৪২)কে আটক করা হয়। জব্দ করা হয় তাদের মাদক পরিবহনের ব্যবহৃত গাড়ি দুটি গাড়ীও।

উদ্ধার হওয়া ১ হাজার ২১ বোতল ফেনসিডিল ও সাড়ে ৬ কেজি গাঁজার বাজার মূল্য আনুমানিক ৩৫ লাখ টাকা বলেও জানান ওই কর্মকর্তা।

 তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক পাচারকারী। তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে ফেনসিডিল ও গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে প্রাইভেট কারযোগে রাজবাড়ী ও ফরিদপুর জেলাসহ আশপাশের বিভিন্ন জেলা ও বিভিন্ন থানা এলাকায় সরবরাহ করত। মূলত তারা স্বল্প সময়ে অধিক অর্থ উপার্জনের উদ্দেশ্যে এই মাদক ব্যবসার সিন্ডিকেট গড়ে তোলে বলে জানা যায়।

 গ্রেফতারকৃতদের মধ্যে আকবর সরদারের বিরুদ্ধে ১টি এবং দিপু কুমার শীলের বিরুদ্ধে ৩টি মাদক মামলা রয়েছে। 

 গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে স্থানীয় থানায় মামলা করা হয়েছে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com