রাজবাড়ী শহরের কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে গতকাল ১৫ই জুলাই বিকালে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
ফাইনালে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র করে পাংশা সরকারী কলেজ ও ডাঃ আবুল হোসেন কলেজ। পরে টাইব্রেকারে ডাঃ আবুল হোসেন কলেজ ৮-৭ গোলে পাংশা সরকারী কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ হয় ডাঃ আবুল হোসেন কলেজের ছাত্র সানাউল্লাহ। আর ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছে পাংশা সরকারী কলেজের ছাত্র নীরব। টুর্নামেন্টের ৩টি গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান পাংশা সরকারী কলেজের ছাত্র নাজমুল।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক আবু কায়সার খান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপারের রুটিন দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ রেজাউল করিম ও সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন উপস্থিত ছিলেন।
এ সময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফির সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে কালেক্টরেটের এনডিসি মোঃ নাহিদ আহমেদ, জেলা ক্রীড়া অফিসার মোঃ শাহিন সুলতান রাজা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, গোলাম মওলা, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম দুলাল, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিয়াদত আলী টগর, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মীর মাহফুজা খাতুন মলি, যুগ্ন সাধারণ সম্পাদক হাচিনা ইসলাম ও ক্রীড়া সম্পাদক শাহেরা খাতুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, আমরা টিভি স্ক্রিনে ইউরো টুর্নামেন্টের ফাইনাল ও কোপা আমেরিকার ফাইনাল খেলা দেখেছি। দুইটি ফাইনাল খেলায় চমৎকার ছিলো। কিন্তু আজকের আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা কোপা ও ইউরোকে ছাড়িয়ে গেছে। একটি দলকে আমাদের চ্যাম্পিয়ন করতে হয়। মূল খেলা ড্র হয়েছে। কিন্তু চ্যাম্পিয়ন নির্ধারণের জন্য ট্রাইবেকার হয়েছে। পেনাল্টিতে ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ বিজয়ী হয়েছে। পাংশা সরকারী কলেজ রানার্সআপ হয়েছে। আমরা দুইটি দলকেই অভিনন্দন জানাচ্ছি। দুইটি দলই ভালে খেলেছে। বিজয়ী দল বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে। পরিশেষে ফুটবলের জয় হয়েছে।
উল্লেখ্য, টুর্নামেন্টে প্রাইজমানি হিসেবে চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও ২০ হাজার ও রানার্সআপ দলকে ১৫ হাজার টাকা এবং ট্রফি প্রদান করা হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গত ১৩ই জুলাই সকালে কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে এ টুর্নামেন্ট শুরু হয়। টুর্নামেন্টে রাজবাড়ী জেলার ৮টি কলেজ অংশগ্রহণ করে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com