বালিয়াকান্দিতে বিপুল পরিমান নিষিদ্ধ চায়না জাল জব্দ

তনু সিকদার সবুজ || ২০২৪-০৭-১৬ ১৫:২৫:১৫

image

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসান গতকাল ১৬ই জুলাই নারুয়া বাজারে মতিন নামে এক ব্যবসায়ীর দোকান ও ৩টি গোডাউনে অভিযান চালিয়ে ৭২২ পিস নিষিদ্ধ দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করেছে।

 পাশাপাশি নিষিদ্ধ জাল বিক্রির দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ব্যবসায়ী মতিনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

 উদ্ধারকৃত নিষিদ্ধ জালের আনুমানিক মূল্যে ১৫ লক্ষ টাকা। পরে উদ্ধারকৃত নিষিদ্ধ জাল জব্দ করে বালিয়াকান্দিতে আনা হয় এবং জনসম্মুখে পুড়িয়ে তা ধ্বংস করা হয়।

 উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নারুয়া বাজারের সুতা ব্যবসায়ী মতিন নিষিদ্ধ জাল মজুদ করে বিক্রি করছে। পরে বেলা ১১টার দিকে তার দোকান ও ৩টি গোডাউনে অভিযান চালিয়ে মোট ৭২২ পিস নিষিদ্ধ দুয়ারী ও চায়না জাল উদ্ধার করা হয়েছে। এই সাথে দোকানের মালিক মতিনকে ১হাজার টাকা জরিমানাসহ উদ্ধারকৃত জাল জব্দ করে তা জনসম্মুখে পুড়িয়ে ভূষ্মিভুত করা হয়েছে।

 তিনি আরো বলেন, এর আগেও গতবছরে একই দোকানে অভিযান চালিয়ে নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়েছিলো। এই অভিযান অব্যাহত থাকবে। 

 এ সময় উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায় ও মৎস্য কর্মকর্তা হালিমা সরদার উপস্থিত ছিলেন।

 অভিযানে বালিয়াকান্দি থানা পুলিশের একটি টিম মোবাইল কোর্টকে সহযোগিতা করে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com