রাজবাড়ী জেলার নবাগত পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মুক্তাদির আরেফিন গতকাল ১৬ই জুলাই দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় তিনি বলেন, সরকার আমাকে পাংশা হাসপাতালে নিয়োগ দিয়ে এখানকার মানুষের সেবায় কাজ করার সুযোগ দিয়েছেন। আমি পাংশার মানুষের সেবায় কাজ করতে চাই। এখানকার মানুষের স্বাস্থ্য সেবায় যে চাহিদা আছে আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব তা পূরণ করা হবে। এখানে ডেলিভারি, নরম্যাল ডেলিভারি, সিজিরিয়ান, ছোটখাটো অপারেশন, প্রাইমারী টিটমেন্ট কার্যক্রমে সেবার মান বাড়াতে চাই। এক্ষেত্রে আমরা গণমাধ্যম কর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। কাজের ক্ষেত্রে পরস্পর সহযোগিতা প্রয়োজন। হাসপাতাল, উপ-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, কমিউনিটি ক্লিনিকে মানুষ স্বাস্থ্য সেবা নিবেন। কোথায়ও কোন সমস্যা থাকলে বা সমস্যা দেখা দিলে সমস্যা চিহ্নিত করে তার সমাধান করা হবে। গণমাধ্যম কর্মী হিসেবে আপনারা আমাকে সমস্যা ও সম্ভাবনার তথ্য দিয়ে মডিফাই করবেন। তিনি সম্মিলিত প্রচেষ্টায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় জুনিয়র কনসালটেন্ট(এ্যানেস্থেসিয়া) ডাঃ মোঃ দেলোয়ার হোসেন, আরএমও ডাঃ কুতুব আহমেদ, ডাঃ এনামুল হক, পাংশা উপজেলা সেনেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ তৈয়বুর রহমান, সাংবাদিক এম মনিরুজ্জামান, মোঃ মোক্তার হোসেন, সেলিম মাহমুদ, কাজী সেলিম মাবুদ, এস এম রাসেল কবির, মোঃ আব্দুর রশিদসহ পাংশা ও রাজবাড়ীর কিছু সংখ্যক গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com