রাজবাড়ীতে প্রথম আলোর উদ্যোগে ৩ শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

মইনুল হক মৃধা || ২০২৪-০৭-১৬ ১৫:৩০:০৮

image

 রাজবাড়ীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে প্রথম আলো।

 গতকাল ১৬ই জুলাই রাজবাড়ী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 

 এতে রাজবাড়ী সদর, গোয়ালন্দ, কালুখালী, বালিয়াকান্দি ও পাংশা উপজেলার ৩শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে। 

 সকাল ১০টায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব। শিক্ষার্থীদের পাশাপাশি আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সংবর্ধিত জেলার ১০ কৃতি শিক্ষকও দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতে সুর মেলান।

 গোয়ালন্দ বন্ধুসভার সদস্য মাহাফুজুর রহমান মিলন ও রাজবাড়ী বন্ধুসভার সদস্য ফাহিম যৌথভাবে অনুষ্ঠানের উপস্থাপনা করেন।

 অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলো’র রাজবাড়ী প্রতিনিধি এম রাশেদুল হক। 

 শুরুতে শিক্ষক ও অভিভাবকদের হাতে বিনা মূল্যে প্রথম আলো পত্রিকা তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ প্রফেসর আইয়ুব আলী সরদার ও প্রথম আলো’র ফরিদপুরের নিজস্ব প্রতিবেদক প্রবীর কান্তি বালা।

 প্রবীর কান্তি বালা শিক্ষার্থীদের মুখস্তকে না, দুর্নীতিকে না এবং মাদককে না বলা শেখায়। তাদেরকে এই তিন না কে মনে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে বলেন।  

 অনুষ্ঠানে ১০ জন শিক্ষককে সম্মাননা জানানো হয়। তারা হলেন, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী শিক্ষক মোঃ রেজাউল করিম, রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী শিক্ষক সমীরময় মন্ডল, গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, রাজবাড়ী শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজী বিভাগের সহকারী শিক্ষক তপন কুমার পাল, রাজা সূর্য কুমার ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক, সাহাজ উদ্দিন মন্ডল ইনিষ্টিটিউটের প্রধান শিক্ষক আরিফা বেগম, বালিয়াকান্দি রামদিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ আলিম উদ্দিন শেখ, জামতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম মিয়া, চৌধুরী আব্দুল হামিদ একাডেমির প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম ও শহিদ স্মৃতি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক দেবজিৎ কুমার দাশ। গুনি ১০ শিক্ষকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রফেসর আইয়ুব আলী সরদার, প্রবীর কান্তি বালা ও এম রাশেদুল হক।

 আয়োজনে গুণীজনদের দিকনির্দেশনা বক্তব্যের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও চলে। বন্ধুসভার উপদেষ্টা অধ্যাপক দীপক কুমার কর্মকার, সদস্য আব্দুল জব্বার, কানিজ ফাতেমা এবং কৃতি শিক্ষার্থী শ্রেয়সী পাল শ্রেয়া ও হুমন্তিকা বিশ্বাস সঙ্গীত পরিবেশন করেন। এছাড়া নৃত্য পরিবেশন করেন সদস্য মৌনতা ঘোষ।

 সংবর্ধনায় আসা শিক্ষার্থীদের ক্রেস্ট, ডিজিটাল সার্টিফিকেট, শিখোর পক্ষ থেকে বিশেষ শিক্ষাবৃত্তি, ফ্রেশ ব্র্যান্ডের স্ন্যাকস, সানকুইকের ফ্রুট জুস, প্রথম আলো ই-পেপার (তিন মাস) ফ্রি সাবস্ক্রিপশন, প্রথমা ডটকমে অনলাইনে বই অর্ডারে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়, প্রথমা প্রকাশনের বিক্রয় কেন্দ্রে প্রথমা প্রকাশন ও প্র প্রকাশনের প্রকাশিত বইয়ে ৩০ শতাংশ ছাড়, কিশোর আলো ও বিজ্ঞানচিন্তার ছয় মাসের প্রিন্ট ভার্সনের সাবস্ক্রিপশনে বিশেষ ছাড়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com