রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে গত ২৫শে জুলাই বিকালে পুলিশ লাইন্স মাঠে উৎসবমুখর পরিবেশে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রীতি ফুটবল ম্যাচের খেলায় অংশগ্রহণ পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ,পিপিএম।
প্রীতি ফুটবল ম্যাচ শেষে পুলিশ সুপার বলেন জি.এম আবুল কালাম আজাদ বলেন, খেলাধুলা পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক ভাবে উজ্জীবিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কর্মব্যস্ত জীবনে একটু সময় বের করে খেলাধুলা ও শরীরচর্চার অভ্যাস গড়ে তুলতে হবে যেটি মানুষের শরীর ও মন সতেজ রাখতে সাহায্য করে। তাই নিয়মিত ভাবে জেলা পুলিশ রাজবাড়ীর সদস্যবৃন্দ বিভিন্ন খেলাধুলা চলমান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় জেলা পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান, সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ শাহিনসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com