বালিয়াকান্দিতে পুলিশের অভিযানে হেরোইনসহ ননদ-ভাবী গ্রেফতার

তনু সিকদার সবুজ || ২০২৪-০৭-২৮ ১৫:১৮:৪৮

image

 রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানা পুলিশের অভিযানে ২৮৫ পুড়িয়া হেরোইনসহ ননদ ও ভাবী গ্রেফতার হয়েছে।

 গত ২৬শে জুলাই বিকেলে বালিয়াকান্দি উপজেলার বহরপুর রেলগেট এলাকা থেকে এসআই আশরাফুজ্জামানের নেতৃত্বে এএসআই মিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। 

 গ্রেফতারকৃতরা হলো- বালিয়াকান্দি সদর ইউনিয়নের মৌকুড়ী গ্রামের চৈতন্য দাসের স্ত্রী পার্বতী দাস(৩৫) ও রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর গ্রামের কৃষ্ণ দাসের স্ত্রী দিপা দাস(৩১)। এদের মধ্যে পার্বতী দাস ননদ ও দিপা দাস ভাবী।

 বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান, এ বিষয়ে বালিয়াকান্দি থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। গত ২৭শে জুলাই তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com