রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউপির তত্ত্বিপুর বাসস্ট্যান্ড-মাছপাড়া বাজার সড়কের পাশে “বকুল চাটাই হাউজ” নামক খোলা দোচালা টিনের ঘর থেকে গতকাল ২৮শে জুলাই সকালে অজ্ঞাত(৪৫) ব্যক্তির ঝুলন্ত মরদেহ থানা পুলিশ উদ্ধার করেছে।
জানা যায়, স্থানীয়রা রবিবার ভোরে উল্লেখিত চাটাই দোকান ঘরের বাঁশের আড়ার সঙ্গে গলায় প্লাস্টিকের রশি দিয়ে ঝুলন্ত লাশ দেখে পাংশা মডেল থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে সকাল ৮টার দিকে পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ শাহীন ঘটনাস্থল পরিদর্শন করেন। পাংশা মডেল থানার এসআই মোঃ ওবায়দুর রহমান সুরতহাল রিপোর্ট তৈরি করার পর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
চাটাই ব্যবসায়ী বকুল মোল্লা জানান, দীর্ঘদিন ধরে তিনি মাছপাড়া ইউপির বাগমারা-বাহাদুরপুর গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের বাড়ী সংলগ্ন জায়গায় বাঁশের চাটাই তৈরী করে বিক্রি করেন। প্রতিদিন কলিমহর ইউপির ফলিমারা গ্রামের নিজ বাড়ী থেকে তিনি চাটাই দোকানে যাতায়াত করেন। দোকানে কোনো দিন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রবিবার ভোরে খবর পেয়ে দ্রুত দোকানে এসে দেখেন অনেক লোকজন এবং খোলা দোচালা টিনের ঘরের বাঁশের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ। কিছুক্ষণ পরে পুলিশ এসে লাশ নিয়ে যায়। অজ্ঞাত ব্যক্তিকে অন্য কোনো স্থানে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে দুর্বৃত্তরা পালিয়ে গেছে বলে তার ধারণা।
পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ শাহীন জানান, তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। পিবিআই পুলিশ কর্তৃক ডিভাইসের মাধ্যমে নিহতের ফিঙ্গার প্রিন্ট নিয়ে নাম-পরিচয় সনাক্তকরণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এ ব্যাপারে গতকাল রবিবার মাছপাড়া ইউপির গ্রাম পুলিশ সদস্য নজরুল ইসলাম বাদী হয়ে পাংশা মডেল থানায় অপমৃত্যু মামলা দায়ের করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com