রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার আহলাদীপুর টিটিসি ভবনের সামনে গতকাল ২রা আগস্ট সকাল ৮টার দিকে যাত্রীবাহী বাস ও সিমেন্ট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত এবং কমপক্ষে ৫জন আহত হয়েছে।
নিহতরা হলো- ট্রাকের হেলপার কুষ্টিয়া জেলার আমলা ৩নং ওয়ার্ডের মোহদিপুর গ্রামের মোঃ ইমরুলের ছেলে সাকিব(৩২), রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের সাইনবোর্ড এলাকার রাজবাড়ী সমাজসেবা অফিসের সমাজকর্মী বিএম নাজিম উদ্দিন(৫০) ও অজ্ঞাত ১জন।
আহতরা হলো- রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুর এলাকার আহেজ ব্যাপারীর ছেলে রাহুল রাজু(৪০), কুষ্টিয়া জেলার আমলা ৩নং ওয়ার্ডের মোহদিপুর গ্রামের দাখিল উদ্দিনের ছেলে আব্দুল সালাম ও রাজবাড়ী সদরের আলীপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের বেলায়েত হোসেনের মেয়ে মোছাঃ ফিরোজা বেগম।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে কুষ্টিয়া থেকে ফরিদপুরগামী লোকাল আমানত শাহ নামের একটি বাস সদর উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আহলাদীপুর টিটিসি ভবনের সামনে আসলে ঢাকা থেকে আসা কুষ্টিয়াগামী সিমেন্ট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ১জন নিহত হয়। ৫জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ১জন নিহত হয় ও ঢাকা নেওয়ার পথে আরেকজন ১জন মারা যায়।
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আলী বলেন, ফজরের নামাজ পড়ে স্থানীয় আলীপুর বাজারে গিয়েছিলাম। সেখান থেকে এসে বাড়ীতে নাস্তা করছিলাম। হঠাৎ ঘর থেকে বিকট আওয়াজ শুনতে পাই। দ্রুত ঘর থেকে বের হয়ে রাস্তায় এসে দেখি বাস ছিটকে পড়ে আছে। বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। রাস্তার ওপারে খাদের মধ্যে ট্রাক পড়ে আছে। ঘটনাস্থলেই আমরা ১জনের মরদেহ পাই। আহত ৫/৬ জনকে উদ্ধার করে আমরা হাসপাতালে পাঠাই।
রাজবাড়ী সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুন বলেন, মৃত অবস্থায় হাসপাতালে ১জনকে নিয়ে আসা হয়। আহত অবস্থায় ৫জনকে হাসপাতালে আনলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ট্রাকের হেলপার সাকিব মারা যায়। আহত ৪জনের মধ্যে বি এম নাজিম উদ্দিনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। হাসপাতালে থাকা অপর ২জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।
আহলাদীপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক(এসআই) জুয়েল রানা বলেন, আহলাদীপুর টিটিসি ভবনের সামনে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত হয়েছে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চালক ও হেলপার পলাতক রয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com