ছাত্র আন্দোলনে অনুপ্রবেশকারীদের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে আওয়ামী লীগের মিছিল

রফিকুল ইসলাম/সুজন বিষ্ণু || ২০২৪-০৮-০৩ ১৪:৫৬:১৮

image

সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনুপ্রবেশকারীদের নৈরাজ্য ও দেশ বিরোধী কর্মকান্ডের প্রতিবাদে গতকাল ৩রা আগস্ট বিকেলে প্রতিবাদী মিছিল করেছে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ।

 বিকেল পৌনে ৫টার দিকে মিছিলটি জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে আবার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

 মিছিলে আওয়ামী লীগের পাশাপাশি দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন। পরে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

 এতে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, সাধারণ সম্পাদক শেখ অহিদুজ্জামান, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ উজির আলী শেখ, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, জেলা যুবলীগের সভাপতি মোঃ শওকত হাসান, সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব, সাধারণ সম্পাদক আসাদ্জ্জুামান চৌধুরী আসাদ, জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতি, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিন শেখ ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ বক্তব্য রাখেন। 

 রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, ছাত্রদের যৌক্তিক দাবীর প্রতি আওয়ামী লীগ শুরু থেকেই একাত্মতা পোষণ করেছে। সরকার তাদের সব দাবী মেনেও নিয়েছে। কিন্তু একদল মানুষ ছাত্রদের ঢাল বানিয়ে দেশ বিরোধী ষড়যন্ত্র করছে। আমরা যখন মিছিল নিয়ে পান্না চত্ত্বরে গেলাম তখন তারা দৌড়ে পালিয়ে যায়। আমরা আইন নিজের হাতে তুলে নিবো না। ওরা বলেছে অসহযোগ আন্দোলন করবে। আন্দোলন ওরা দেখে নাই। আন্দোলন কিভাবে করতে হয় আওয়ামী লীগ জানে। ব্যবসায়ী ভাইয়েরা ভয় পাবেন না। আওয়ামী লীগ আছে আপনাদের সাথে। রাজবাড়ীকে ভালো রাখার জন্য যা যা করা দরকার আওয়ামী লীগ সেটা করবে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com