সরকার ঘোষিত দ্বিতীয় ধাপের কারফিউ বাস্তবায়ন করতে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে তৎপরতা বাড়িয়েছে পুলিশ। সন্ধ্যা ৬টা বাজতেই তাদেরকে বিভিন্ন স্থানে সতর্ক থাকতে দেখা গেছে।
গতকাল ৪ঠা আগস্ট দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রালয়ের প্রজ্ঞাপনের পর সন্ধ্যা ৬টা থেকে জরুরী সেবা ব্যতীত দোকানপাট বন্ধ ও জনসাধারণ চলাচলে সীমাবদ্ধতার জন্য বালিয়াকান্দি থানা পুলিশ মাঠে নামে।
বালিয়াকান্দি বাজারসহ বিভিন্ন বাজারের দোকান ও জনসাধারণের চলাচলে বন্ধে কাজ করেন তারা।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের পরেই আমাদের এই তদারকি। সকলকেই অনুরোধ করছি সরকারের আদেশ মেনে চলার জন্য। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com