সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনুপ্রবেশকারীদের নৈরাজ্য ও দেশ বিরোধী কর্মকান্ডের প্রতিবাদে রাজবাড়ী জেলার গোয়ালন্দে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
গতকাল ৪ঠা আগস্ট বেলা ১১টার দিকে গোয়ালন্দ পৌর বাসস্ট্যান্ড থেকে মিছিলটি বের হয়ে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের পৌর জামতলা এলাকা প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। সকাল ১০টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা থেকে ৫ শতাধিক নেতাকর্মীরা বাসস্ট্যান্ডে এসে সমবেত হয়। মিছিল শেষে তারা গোয়ালন্দ বাসস্ট্যান্ডে অবস্থান নেয় এবং পরে নেতাকর্মীরা আবারো মিছিল নিয়ে গোয়ালন্দ সরকারী কামরুল ইসলাম কলেজ ও গোয়ালন্দ বাজার প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এসে প্রতিবাদ সভা করে।
এদিন সারাদিন আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিল ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকা।
দুপুর ২টার দিকে মহাসড়কের গোয়ালন্দ রেলগেট এলাকায় শতাধিক যুবক একত্রিত হয়ে সরকারের বিপক্ষে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেয়। এ সময় মহাসড়কে যানবাহন সাময়িক বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে তাদের ধাওয়া দেয়। জবাবে আন্দোলনকারীরা পিছু হটতে হটতে পাথর নিক্ষেপ করতে থাকে। এতে উভয় পক্ষের কয়েকজন সামান্য আহত হন। তবে বড় ধরণের কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এ সময় গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী, সহ-সভাপতি মোঃ গোলজার হোসেন মৃধা, মোঃ মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনি, আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ইউনুস মোল্লা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, উপজেলা কৃষক লীগের সভাপতি(ভারপ্রাপ্ত) মোঃ আবুল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শামিম মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ মিশা, সাধারণ সম্পাদক হিরু মৃধা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ তুহিন দেওয়ান, সাবেক সাধারণ সম্পাদক আবির হোসেন রিদয়সহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড, পৌরসভার কমিটি ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী বলেন, আমরা কোন সহিংসতা, সংঘাত চাইনা। কোটা আন্দোলনের নামে সারাদেশে বিএনপি, জামায়াত, ছাত্র শিবির ও জঙ্গি গোষ্ঠির নাশকতা এবং তাদের সরকার পতনের এক দফা দাবীর বিরুদ্ধে আমরা বিক্ষোভ মিছিল করেছি। আমরা মাঠে আছি। ছাত্ররা যে দাবী করেছিলো প্রধানমন্ত্রী তা মেনে নিয়েছে, ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করছে কয়েকটি গ্রুপ।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com