বালিয়াকান্দিতে সরকার পতনের আন্দোলন রুখতে আ’লীগের মোটর সাইকেল শোডাউন

তনু সিকদার সবুজ || ২০২৪-০৮-০৪ ১৬:০৮:১৯

image

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার পতনের কর্মসূচী প্রতিরোধে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে মোটর সাইকেল শোডাউন করেছে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 গতকাল ৪ঠা আগস্ট বেলা ১১টায় দলীয় কার্যালয় থেকে বিভিন্ন শ্লোগান দিয়ে এই মোটর সাইকেল শোডাউন বের করে তারা। শোডাউনটি বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

 এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এহসানুল হাকিম সাধন, হারুন অর রশিদ হারুন, অর্থ সম্পাদক সঞ্জয় চৌধুরী রতন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, যুবলীগের আহবায়ক রাসেল খান রিজু, যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম তুহিন ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com