রাজবাড়ীতে ইলিশ রক্ষায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বকনা বাছুর বিতরণ

রফিকুল ইসলাম || ২০২৪-০৮-০৪ ১৬:০৯:৩৮

image

 জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উপলক্ষ্যে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গতকাল ৪ঠা আগস্ট সকালে রাজবাড়ী সদর উপজেলা পরিষদে ১৬জন সুফলভোগীর মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। 

 প্রধান অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য  আলহাজ্ব কাজী কেরামত আলী বক্তব্য রাখেন ও সুফলভোগীদের মাঝে বকনা বাছুর বিতরণ করেন। 

 সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম নওয়াব আলী, ভাইস চেয়ারম্যান মোঃ নাহিদুল আলম রাজু ও মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুর নাহার মিতা বক্তব্য দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজবাড়ী সদর সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোস্তফা আল রাজিব। 

 এ সময় রাজবাড়ী সদর উপজেলা মৎস্য অফিসের মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোস্তফা কামাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জনি খান, মিজানপুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ টুকু মিজি, শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ভূইয়া, দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার শেখ, চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রব, খানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শরিফুর রহমান সোহান, আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু বক্কার সিদ্দিক ও বরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শামসুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com