জনসাধারণকে কারফিউ মেনে চলার আহবান সেনাবাহিনীর

স্টাফ রিপোর্টার || ২০২৪-০৮-০৪ ১৬:২৩:০৪

image

 জনসাধারণকে কারফিউ মেনে চলার পাশাপাশি সার্বিক সহযোগিতা করার জন্য বিশেষভাবে আহবান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

 আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের(আইএসপিআর) গতকাল ৪ঠা আগস্ট এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।

 আইএসপিআর-এর বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে চলমান সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির পুনরায় অবনতি হওয়ায় রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। জনগণের জান-মাল ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকল্পে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

 বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সংবিধান ও দেশের প্রচলিত আইনের আলোকে তার প্রতিশ্রুত দায়িত্ব পালন করবে উল্লেখ করে এ ব্যাপারে জনগণকে সার্বিক সহযোগিতা করতে সেনাবাহিনীর পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com