বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে ছাত্র-জনতার তোপের মুখে প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার খুশিতে রাজবাড়ী শহরে বিজয় মিছিল করেছে সাধারণ জনগণ। এ সময় তারা মিষ্টি বিতরণ করেন।
গতকাল ৫ই আগস্ট বিকেল ৪ টার দিকে সেনা প্রধানের বক্তব্য শেষ হবার সাথে সাথেই শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বের হয় কয়েক হাজার শিক্ষার্থী, অভিভাবক ও আমজনতা।
এ সময় জনতা ‘হই হই রই রই হাসিনা তুই গেলি কই, শহীদের রক্ত বৃথা যেতে দেব না, আমার ভাইকে হত্যার দায়ে হাসিনার ফাঁসি চাই, ছাত্র-জনতার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই।’ ইত্যাদি শ্লোগান দেয়।
বিকেল ৪টার দিকে রাজবাড়ী বড়পুল মোড়, পান্না চত্বর ও রেলগেট এলাকায় দেখা গেছে, হাজারো মানুষের ভিড়। বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ সড়কে নেমে আসে। বেশিরভাগ মানুষের হাতে জাতীয় পতাকা। অনেকে স্ত্রী ও সন্তানদের নিয়ে এসেছেন। বিজয় মিছিল থেকে শেখ হাসিনার দেশত্যাগ নিয়ে বিভিন্ন শ্লোগান দিয়ে মুখর করে তোলে পুরো শহর। আনন্দ উল্লাসে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামে সর্বস্তরের জনগণ।
বিকেলের পর থেকেই মানুষের ঢলে রাজবাড়ী শহর যেন ছাত্র-জনতার দখলে থাকে। এ সময় তারা বিভিন্ন শ্লোগান দিয়ে রাজপথ মুখরিত করে রাখে। শহরের বিভিন্ন স্থানে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ তাদের অঙ্গ সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকেও শহরে মিছিল বের হয়। বিভিন্ন স্থানে মিছিল থেকে মিষ্টি বিতরণ করা হয়।
কোটা সংস্কার আন্দোলকারী শিক্ষার্থীরা বলেন, এ বিজয় দেশের জনসাধারণের। আমরা ছাত্ররা লাগাতার আন্দোলন করে আমাদের দাবি আদায় করেছি। এ বিজয়ে আমরা আনন্দিত। আমাদের আবু সাঈদ ভাইসহ শহীদ সকল ভাই-বোনের আত্মত্যাগের নজির এই জাতি মনে রাখবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com