শেখ হাসিনার সরকার পদত্যাগ করায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে গতকাল ৬ই আগস্ট বিকেলে আনন্দ মিছিল করেছে জামায়াতে ইসলামী।
আনন্দ মিছিলটি বালিয়াকান্দি চৌরঙ্গী মোড় থেকে শুরু করে বাজার প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
বালিয়াকান্দি উপজেলা জামায়াত ইসলামের আমীর আব্দুল হাই জোয়াদ্দারের সভাপতিত্বে ও সহ-সেক্রেটারী মিরাজুল ইসলামের সঞ্চালনায় আনন্দ সভায় শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজবাড়ী জেলা শাখার সহ-সভাপতি খোন্দকার মনির আজম মুন্নু, উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী এডভোকেট আব্দুর রাজ্জাক, জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি রবিউল ইসলাম, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আবু তালহা বক্তব্য রাখেন।
পথসভায় জামায়াতে ইসলামীর নেতারা বলেন, দেশ এতোদিন অন্ধকারে ছিল। খুনি-জালিমের হাত থেকে দেশ ও দেশের মানুষ আজ মুক্ত হয়েছে। স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে। স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালাবার আগে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করেছে। জামায়াতে ইসলামী নয় মহান রাব্বুল আল-আমীনের ইচ্ছায় বাংলাদেশ থেকে সারা জীবনের জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে। দেশ থেকে আওয়ামী লীগের নাম মুছে যাবে। সংখ্যালঘু বলে কোন কথা নেই, এই দেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার। আমাদের সবার দেশ বাংলাদেশ। এই বাংলায় ইসলাম কায়েম হবেই ইনশাআল্লাহ। বাংলার মাটিতে খুনি হাসিনার আর কোনদিন ঠাঁই হবে না। বাংলার প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে এখন থেকে জামায়াত-শিবিরের অফিস হবে।
বক্তারা তাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, আপনারা শান্ত থাকুন। কোন রকম উচ্ছৃঙ্খলতা করবেন না। জামায়াত-শিবির কোন সহিংসতা পছন্দ করে না। তাই আপনারা কোন বাড়ী-ঘরে হামলা চালাবেন না। রাষ্ট্রীয় সম্পদেকে হাত দিবেন না। হিন্দু-মুসলিম আমরা একসাথে সৌহার্দ-সম্প্রীতিতে বসবাস করবো।
এ সময় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য তানভীর মাহমুদ।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com