বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ কয়েকটি পদে রদবদল

স্টাফ রিপোর্টার || ২০২৪-০৮-০৬ ১৫:৩০:৩৭

image

মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকুরী থেকে অব্যাহতি দেয়াসহ বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ স্থানীয় কয়েকটি পদে রদবদল করা হয়েছে। 

 আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের(আইএসপিআর) গতকাল ৬ই আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

 বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেফটেন্যান্ট জেনারেল মোঃ সাইফুল আলমের চাকুরী পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মোঃ মজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমানকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com