বালিয়াকান্দির ওয়াপদা মোড়কে শহীদ সাগর চত্ত্বর ঘোষণা করলো শিক্ষাথীরা

সোহেল মিয়া || ২০২৪-০৮-০৭ ১৫:৩৩:১৭

image

কোটা সংস্কারের দাবীর আন্দোলনে গিয়ে ঢাকায় গুলিতে নিহত হয় রাজবাড়ী জেলার বালিয়াকান্দির উপজেলার সাগর আহমেদ(২১) নামে এক শিক্ষার্থী।

 তার স্মরণে শহীদ সাগর চত্ত্বর ও একটি সড়কের নামকরণ করেছে বালিয়াকান্দি বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সদস্যরা। গতকাল ৭ই আগস্ট রাতে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির একাধিক সদস্য।

 তারা জানায়, কোটা সংস্কার আন্দোলনে গিয়ে সাগর গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। এরপর তাকে নিজ জন্মস্থানে দাফন করা হয়। আজ বিকালে বালিয়াকান্দি বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের একাধিক সদস্য শহীদ সাগরের বাড়ীতে যায় এবং তার বাবা-মা ও স্বজনদের সাথে সাক্ষাৎ করে। এরপর সংগঠনের সদস্যরা তার কবর জিয়ারত করেন।

 সাগরের স্মৃতি রক্ষায় তারা বালিয়াকান্দির ওয়াপদাকে “শহীদ সাগর চত্ত্বর” এবং নারুয়া-বালিয়াকান্দি ওয়াপদা সড়ককে শহীদ সাগর সড়ক নামকরণ করেছেন।

 সংগঠনের পক্ষ থেকে বালিয়াকান্দিবাসীর জন্য একটি বার্তাও প্রেরণ করেন তারা। 

 বার্তাটি হলো, প্রিয় বালিয়াকান্দিবাসী। আমাদের দেশ এই মুহূর্তে একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এই ক্রুশিয়াল মোমেন্টে দেশের স্বাভাবিক ভাবমূর্তি ধরে রাখা সবার দায়িত্ব। তাই কোথাও ভাংচুর, হানাহানি, মারামারি,  কাটাকাটি এগুলো করবেন না এবং কাউকে করতে দিবেন না। আর আমাদের হিন্দু ভাই যারা সংখ্যায় কম তাদের ওপর যেন কোনো অত্যাচার অন্যায় না করা হয় সে বিষয়ে সবাই বিশেষ ভাবে তৎপর থাকবেন। বিশ্ব রাজনীতির প্লাটফর্মে আমাদের দেশকে কোনো ভাবেই একটা সাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে পরিচিতি পাইতে দেওয়া যাবে না।

 সবাই সাহায্য করুন। আমরা সবাই মিলেই আমাদের দেশকে আদর্শ গণতান্ত্রিক দেশে পরিনত করবো ইনশাআল্লাহ।

 উল্লেখ্য, শহীদ সাগর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের টাকাপোড়া গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে। সে মিরপুর সরকারী বাঙলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। কোটা সংস্কারের দাবীতে আন্দোলনের মধ্যে গত ১৯শে জুলাই মিরপুর গোল চত্ত্বরে পুলিশের গুলিতে সাগর নিহত হন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com