রাজবাড়ী জেলার পাংশা শহরের বিভিন্ন মোড়ে মোড়ে এবং সংশ্লিষ্ট সংযোগ সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী।
একই সাথে তারা শহরের জনগুরুত্বপূর্ণ রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও অব্যাহত রেখেছে। গত দু’দিন ধরে রোদ-বৃষ্টি মাথায় করে জনকল্যাণ মূলক এসব কাজ করছে শিক্ষার্থীরা।
এরই ধারাবাহিকতায় গতকাল ৮ই আগস্ট পাংশা শহরের মৈশালা রেলগেট বাজার, টেম্পু স্ট্যান্ড, কালি বাড়ি মন্দির তিনরাস্তা মোড় ও বারেক মোড়ে শিক্ষার্থীরা যানজট নিরসন ও শৃঙ্খলা রক্ষায় ট্রাফিকের দায়িত্ব পালন করে। রাস্তায় যানবাহন চলাচলে জনসচেতনতা মূলক পরামর্শ প্রদান করে তারা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাংশা উপজেলা শাখা, বিএনসিসি পাংশা সরকারী কলেজ শাখা, রেড ক্রিসেন্ট পাংশা সরকারী কলেজ শাখা, পাংশা সরকারী কলেজ, পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ ও পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা গত দু’দিনে এসব কর্মসূচিতে অংশ নেয়।
ট্রাফিকের দায়িত্ব পালনরত একাধিক শিক্ষার্থী জানায়, নিজ শহর- নিজ দেশকে ভালো রাখতে নিজ দায়িত্ববোধ থেকে তারা কাজ করছে। কর্মের মধ্য দিয়ে দেশপ্রেমের দৃষ্টান্ত রাখার প্রত্যয় ব্যক্ত করে শিক্ষার্থীরা বলেন, শহরে যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে যতদিন প্রয়োজন ততদিন কর্মসূচি অব্যাহত রাখা হবে।
এদিকে শিক্ষার্থীদের ট্রাফিক দায়িত্ব পালনকালে একাধিক শিক্ষককে মনিটরিং করতে দেখা যায়। পথচারী অনেকে শিক্ষার্থীদের ট্রাফিক দায়িত্ব পালন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজের প্রশংসা করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com