বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবীতে মুখে পড়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গত ৫ই আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান।
এরপর থেকেই দেশে বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিবেশ মারাত্মক আকার ধারণ করে। পুলিশ কর্মবিরতি পালন শুরু করে। চলমান সংকট কাটাতে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশের ন্যায় রাজবাড়ীতেও মাঠে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
গতকাল ৮ই আগস্ট সকাল থেকেই রাজবাড়ী শহরের বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনীকে টহল দিতে দেখা গেছে। এতে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। অফিস আদালতেও নিয়মিত কার্যক্রম শুরু হয়েছে। খুলতে শুরু করেছে জেলা শহরের সকল বিপণী বিতানগুলো।
সরেজমিনে দেখা যায়, বাংলাদেশ সেনা বাহিনীর সদস্যরা গাড়ি নিয়ে রাজবাড়ী শহরের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে টহল দিচ্ছে। এ সময় তারা শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে শহর জুড়ে মাইকিং করছে। পুলিশের উপস্থিতি না থাকায় সেনাবাহিনী জেলা শহরের পাশাপাশি উপজেলা শহরগুলোতেও নিয়মিত টহল দিচ্ছে।
এছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলায় বিএনপি নেতাকর্মীরাও কাজ করছে। সংখ্যালঘু ও হিন্দুদের বাসায় যাতে হামলা ভাংচুর না হয় এজন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে জেলা বিএনপির পক্ষ থেকে শহর জুড়ে মাইকিং করা হচ্ছে।
রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য জেলা বিএনপির নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন। রাজবাড়ী শহরের সরকারী-বেসরকারী স্থাপনায় যাতে হামলা ও ভাংচুর না হয় সেজন্য গত ৫ই আগস্ট থেকে আমাদের নেতাকর্মীরা পাহাড়া দিচ্ছে। রাতে হিন্দু সম্প্রদায়ের মন্দির পাহাড়া দেওয়া হচ্ছে। সেনাবাহিনীও মাঠে রয়েছে। সব মিলিয়ে জেলার পরিবেশ শান্ত হয়ে আসছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com