বসন্তপুর-সুলতানপুর ইউপিতে বিএনপির সাইকেল শোভাযাত্রা ও বিজয় মিছিল

আশিকুর রহমান || ২০২৪-০৮-০৯ ১৫:১৪:২৩

image

 ছাত্র ও জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর মোটর সাইকেল শোভাযাত্রা ও বিজয় মিছিল করেছেন রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ও সুলতানপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।

 গত ৮ই আগস্ট দুপুরে বসন্তপুর ইউনিয়নের রাজাপুর থেকে মোটর সাইকেল শোভাযাত্রা শুরু হয়ে বসন্তপুর ও সুলতানপুর ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়ে ওঠে মোটর সাইকেল শোভাযাত্রা।

 দুই শতাধিক মোটর সাইকেলের অংশগ্রহণে শোভাযাত্রায় নেতৃত্ব দেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক নেতা ও বর্তমান ঢাকা মহানগর উত্তর কৃষক দল নেতা মোঃ সানিউর রহমান সানিল, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক নেতা ও বর্তমান সুলতানপুর ইউনিয়ন বিএনপি নেতা আশরাফুজ্জামান সোহেল এবং বসন্তপুর ইউনিয়ন যুবদল নেতা খন্দকার ফারুকুল ইসলাম ফারুক। 

 আয়োজকরা জানান, কোমলমতি শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। যে কারণে তারা জাতীয় পতাকা হাতে নিয়ে বিজয় উল্লাস করেছেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com