রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা খাতুনের সাথে গত ৮ই আগস্ট দুপুরে তার অফিস কক্ষে মতবিনিময় সভা করেছে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় সাধারণ শিক্ষার্থীরা অধ্যক্ষ বরাবর ১৩ দফা দাবী পেশ করে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বলেন, আমরা আমাদের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং শিক্ষকগণের সাথে দেখা করেছি। তাদের সাথে আমরা সংক্ষিপ্ত আলোচনা করেছি। তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কিছু দাবী জানিয়েছি আমরা। তারা আমাদের দাবী পূরণের জন্য সমর্থন দিয়েছেন এবং যৌক্তিক দাবীগুলো দ্রুত বাস্তবায়ন হবে বলে আশ্বাস দিয়েছেন।
এ সময় কলেজের উপাধ্যক্ষ ফকীর মোঃ নুরুজ্জামান, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম মোস্তফা, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ নুরুল ইসলাম, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ লতিফুর রহমান ও প্রাণিবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালামসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন
সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে যে ১৩ দফা দাবী করা হয় তা হলো ঃ ১. সন্ত্রাস ও মাদকমুক্ত ক্যাম্পাস করার জন্য আহবান। ২. ক্যাম্পাসে কোন প্রকার রাজনৈতিক কর্মকান্ড না করার আহবান। ৩. একাদশ, দ্বাদশ ও অনার্স এবং ডিগ্রি সকল বর্ষের শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানোর জন্য আহবান। ৪. স্টুডেন্ট আইডি কার্ডের মাধ্যমে শিক্ষার্থীদের উপস্থিতি পর্যবেক্ষণ করা। ৫. অভিভাবকদের ছাড়া ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ করতে না দেওয়া। ৬. ক্যাম্পাসে ধুমপান না করা এবং কলেজ ক্যান্টিনে বিড়ি সিগারেট বিক্রি নিষিদ্ধ করা। ৭. কলেজের ভেতরে বাইক নিয়ে শোডাউন দেওয়া বন্ধ, যেখানে সেখানে বাইক না রেখে কলেজে বাইক গ্যারেজে বাইক রাখা। ৮. কলেজের অভ্যন্তরে সাধারণ শিক্ষার্থীদের কোন সমস্যা সৃষ্টি হলে তার সমাধানে কলেজ কর্তৃপক্ষের দায়িত্ব নেওয়া। ৯. সিসি ক্যামেরার মাধ্যমে কলেজের পরিবেশ পর্যবেক্ষণ করা। ১০. কলেজের ছাত্র হোস্টেল সংস্কার করা ও বসবাসে উপযোগী করা। ১১. কলেজের ওয়াশ রুম সংস্কার ও পরিস্কার পরিচ্ছন্ন এবং শিক্ষার্থীদের ব্যবহারের উপযুক্ত করে তোলা। ১২. কলেজের ছাত্রদের হোস্টেলের অভ্যন্তরে কোন সিন্ডিকেট তথা হোস্টেলের সিট নিয়ে কোন কোন দলীয় প্রভাব চলতে না দেওয়া। ১৩. কলেজ ক্যাম্পাস পরিস্কার পরিচ্ছন্ন রাখা।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com