বালিয়াকান্দিতে হৃদরোগে আক্রান্ত হয়ে সাংবাদিক ফারুকের ইন্তেকাল

তনু সিকদার সবুজ || ২০২৪-০৮-১০ ১৫:৫৭:৫০

image

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক জনতার আদালত পত্রিকার স্টাফ রিপোর্টার এস এম রাহাত হোসেন ফারুক(৪৫) আর নেই(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

 গত ৯ই আগস্ট রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন তিনি।

 জানা গেছে, গত ৯ই আগস্ট রাত সাড়ে ১০টার দিকে বালিয়াকান্দি ওয়াপদা মোড়ে হঠাৎ অসুস্থ হয়ে মোটর সাইকেল থেকে মাটিতে পড়ে যান সাংবাদিক ফারুক। এ সময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

 গতকাল ১০ই আগস্ট সকাল ১০টায় উপজেলার নবাবপুর ইউনিয়নের ইন্দুরদী গ্রামে নিজ বাড়ীতে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে স্ত্রী ও এক পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন।

 তার জানাযার পূর্বে বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম শওকত সিরাজ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ খোন্দকার মশিউল আযম চুন্নু, বালিয়াকান্দি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল হাই জোয়াদ্দার, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি খোন্দকার মনির আযম মুন্নু, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন বিশ্বাস আলম, বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, বালিয়াকান্দি বাজার বণিক সমিতির সাবেক সভাপতি আতাউর রহমানসহ তার সহকর্মীরা বক্তব্য দেন। নামাজে জানাযায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 সাংবাদিক এস এম রাহাত হোসেন ফারুকের মৃত্যুর খবর পেয়ে বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাব, বালিয়াকান্দি প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের সহকর্মীরা শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com