রাজবাড়ীতে ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখার পাশাপাশি বাজারে দ্রব্যমূল্যের বাজার দর নিয়ন্ত্রণ রাখতে মাঠে নেমেছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয় তরুণ ও যুব সমাজও।
গতকাল ১০ই আগস্ট বেলা ১১টার দিকে রাজবাড়ী শহরের বড় বাজারের কাঁচা বাজার, পান বাজার, মাছ বাজার, মুরগী বাজার ও পাইকারী সবজির বাজার মনিটরিং করতে দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী এসব শিক্ষার্থীদের।
এ সময় শিক্ষার্থীরা পণ্যের গুণগতমান যাচাই এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে কিনা সেটিও তদারকি করেন। এছাড়াও প্রতিটি দোকানে মূল্য তালিকা আছে কিনা সেটিও খতিয়ে দেখছে তারা। যেসব দোকানে কোনো মূল্য তালিকা টানানো নেই সেসব দোকানীকে সতর্ক করছেন তারা। এছাড়াও রাজবাড়ী প্রেসক্লাবের সামনে, রেলগেট ও কাঁচা বাজারে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন এসব শিক্ষার্থীরা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী রাজবাড়ী সরকারী কলেজের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী রাজিব মোল্লা বলেন, কোটা সংস্কার আন্দোলন এখন রাষ্ট্র সংস্কার আন্দোলনে রূপ নিয়েছে। এই রাষ্ট্রের প্রতিটি স্তর সমস্যায় জর্জরিত। আমরা এই রাষ্ট্রের সংস্কার না হওয়া পর্যন্ত আমাদের সকল কার্যক্রম চালিয়ে যাবো। এর অংশ হিসেবে আজ বাজার মনিটরিং, পরিষ্কার পরিচ্ছন্নতা, রাস্তার দুপাশের দখল অপসারণ, ট্রাফিক ব্যবস্থার কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষ যাতে ভোগান্তিতে পড়তে না হয় আমরা সে বিষয়টি দেখছি।
শিক্ষার্থীদের এসব কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের মানুষ। বাজারে আসা বেশ কয়েকজন ক্রেতা জানান, শিক্ষার্থীদের এই উদ্যোগটা খুবই ভালো লেগেছে। প্রশাসনের নিস্ক্রীয়তার সুযোগে ব্যবসায়ীরা অসদুপায় অবলম্বন করতে চাইতো। কিন্তু শিক্ষার্থীদের মনিটরিংয়ের ফলে চাইলেও তারা সেটা করতে পারছেন না। শিক্ষার্থীদের অনেক ধন্যবাদ। সবাই মিলে কাজ করলে রাষ্ট্র সংস্কার করা কোন বিষয়ই না।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল আলম বলেন, নতুন করে দেশ সাজানোর কারিগর শিক্ষার্থীদের পাশে রয়েছে উপজেলা প্রশাসন। আমরা যে কোন ভালো কাজের সাথে রয়েছি। শিক্ষার্থীদের এ কাজকে আমরা সাধুবাদ জানাই। যদিও শিক্ষার্থীদের বাজার মনিটরিংয়ের কাজ করার বিষয়টি আপনার কাছ থেকেই শুনলাম। আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। আমরা তাদের সাথে রয়েছি।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com