বালিয়াকান্দিতে সংখ্যালঘু নির্যাতন বন্ধে চার দফা দাবীতে মানববন্ধন

তনু সিকদার সবুজ || ২০২৪-০৮-১০ ১৫:৫৮:৫৭

image

দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু নির্যাতন, মন্দির ও বসতবাড়ীতে হামলা ভাংচুর এবং অগ্নি সংযোগকারীদের শাস্তির পাশাপাশি সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নসহ ৪দফা দাবীতে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

 গতকাল ১০ই আগস্ট বিকেল বালিয়াকান্দি উপজেলা চত্ত্বরে সনাতনী সম্প্রদায়ের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

 উজ্জ্বল গুহের সঞ্চালনায় মানববন্ধন ও সমাবেশে দাড়িয়াপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ রমেন্দ্র নাথ বাছাড়, জংগল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস, ইঞ্জিনিয়ার শিমুল কুমার দে, আড়কান্দি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ কুমার দে, বালিয়াকান্দি কলেজের প্রভাষক ক্ষিথিস চন্দ্র বিশ্বাস, বৈষম্য বিরোধী কোটা আন্দোলনকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র তন্ময় মৈত্র প্রমুখ বক্তব্য রাখেন।

 এ সময় বক্তারা সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন, সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন ও সংখ্যালঘুদের বিরুদ্ধে সংগঠিত সকল প্রকার হামলা প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন এবং সংখ্যালঘুদের জন্য ১০শতাংশ সংসদীয় আসন বরাদ্দের দাবী জানান।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com