এক সপ্তাহ পর গোয়ালন্দ ঘাট থানায় পুলিশের কার্যক্রম শুরু

মইনুল হক মৃধা || ২০২৪-০৮-১২ ১৫:১৯:০১

image

 কোটা সংস্কার আন্দোলনে সরকার পতনের এক সপ্তাহ পর সারা দেশের ন্যায় গতকাল ১২ই আগস্ট সকাল থেকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানায় কার্যক্রম শুরু করেছে পুলিশ।

 জানা গেছে, সকাল ৮ টার দিকে পুলিশ সদস্যরা থানায় কাজে যোগদান করে তাদের কার্যক্রম শুরু করেছেন। কার্যক্রম শুরুর পর বেলা ১১টার দিকে থানা চত্বর থেকে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় টহল দেয়। এছাড়াও থানার নিরাপত্তায় পুলিশের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনীও।

 গোয়ালন্দ ঘাট থানার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, আমরা গতকাল ১২ই আগস্ট থেকে পুরোদমে সচল আছি। আমাদের এখানে মানুষ বিভিন্ন প্রয়োজনে আসছে। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ দায়িত্ব পালনে সর্বোচ্চ সক্রিয় থাকবে।

 এদিকে থানার কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি ফিরতে শুরু করেছে সাধারণ মানুষসহ ব্যবসায়ীদের মাঝে। 

 অন্যদিকে দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা থানার কার্যক্রম শুরু করেছে

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com