রাজবাড়ীতে কর্মস্থলে ফেরায় পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নিয়েছে শিক্ষার্থীরা।
টানা কয়েকদিনের কর্মবিরতির পর ডিউটিতে ফিরেছে পুলিশ বাহিনীর সদস্যরা। থানার কার্যক্রমের পাশাপাশি সড়কেও দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশরা। এতে স্বস্তি ফিরতে শুরু করেছে জনমনে। স্বাভাবিক হতে শুরু করেছে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি।
গতকাল ১৩ ই আগস্ট বেলা সাড়ে ১১টায় রাজবাড়ী শহরের বড়পুল মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীরা ফুল দিয়ে পুলিশদেরকে শুভেচ্ছা জানান।
এর আগে গত ১২ই আগস্ট সকাল থেকেই জেলার সকল থানায় কাজে যোগ দেওয়া শুরু করে পুলিশ সদস্যরা। ওইদিন ট্রাফিক পুলিশরাও সকাল থেকে সড়কে ডিউটি পালন করতে শুরু করে।
সরকারী চাকুরিতে কোটা প্রথা বাতিলের দাবীতে বৈষম্য বিরোধী ছাত্ররা কঠোর আন্দোলন গড়ে তোলে। এই আন্দোলন প্রতিহত করতে গিয়ে অনেক পুলিশ সদস্য নিহত হয়। সেই সাথে আহত হয় অনেক পুলিশ সদস্য। আন্দোলনকারীদের তোপের মুখে পরে গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ তাদের সকল কার্যক্রম বন্ধ করে দেয়। নিরাপত্তা ঝুঁকি দাবী করে কর্মবিরতিসহ ১১দফা দাবী করে পুলিশ সদস্যরা। এদিকে পুলিশ কর্মবিরতি পালন করায় সারা দেশে ভেঙ্গে পরে ট্রাফিক সিস্টেমসহ আইন-শৃঙ্খলা ব্যবস্থা। এতে দেশের বিভিন্ন স্থানে চুরি-ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম বেড়ে যায়। গত বৃহস্পতিবার মধ্যে নতুন পুলিশ প্রধান বাহিনীর সব সদস্যদের স্ব-স্ব কর্মস্থলে যোগ দিতে অনুরোধ করেন। আর তাদের যৌক্তিক দাবী মেনে নেয়ার আশ্বাসও দেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা কড়া নির্দেশ দেন এবং বৃহস্পতিবারের মধ্যে কর্মস্থলে যোগ না দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এরই পরিপ্রেক্ষিতে গত ১২ই আগস্ট সকাল থেকে রাজবাড়ী জেলার সকল থানায় কাজে যোগদানসহ ট্রাফিকরাও সকাল থেকে ডিউটি পালন করছে।
গতকাল ১৩ই আগস্ট শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব নিয়ে যানবাহন চলাচল ও সড়কে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার চেষ্টা করছে। আবার অনেক শিক্ষার্থী দেশটাকে ঢেলে সাজাতে দেয়ালে দেয়ালে প্রতিবাদী শ্লোগান লিখছে। পরিষ্কার করছেন বিভিন্ন স্থান ও রাস্তা।
রাজবাড়ী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রাজিব মোল্লা পুলিশের উদ্দেশ্যে বলেন, আমাদের মধ্যে যেই বৈষম্য ছিলো আমরা সেই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি। আমাদের মধ্যে আপনারা কোন বৈষম্য রাখবেন না। পুলিশ জনগণের সেবক, দেশের সেবক। আপনারা ব্যক্তি স্বার্থ বা রাজনৈতিক নেতাদের জন্য না। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন। আপনাদের যেকোনো কাজে আমাদের সহযোগিতা থাকবে।
ফুলের শুভেচ্ছা পেয়ে ট্রাফিক পুলিশ পরিদর্শক আতাউর রহমান বলেন, আমরা কর্মস্থলে যোগ দিয়েছি। শিক্ষার্থীরা আমাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। আমরা সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই।
এ সময় বাংলা বিভাগের শিক্ষার্থী অনন্যা খাতুন, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের শিক্ষার্থী তাইয়েবা, সরকারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী রুদ্র মোল্লা, সরকারী রাজেন্দ্র কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী গোলাম আজম, সাব্বির গাজী, নয়ন, সেলিম প্রামানিক, রাকিবুল, সেলিম, সাজ্জাদ, অহনাসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com