গোয়ালন্দে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মইনুল হক মৃধা || ২০২৪-০৮-১৬ ১৫:২০:৪৬

image

 সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং কোটা আন্দোলনে নিহতদের আগ্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় গোয়ালন্দে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 গতকাল ১৬ই আগস্ট বাদ জুম্মা গোয়ালন্দ বাসস্ট্যান্ড জামে মসজিদে উপজেলা ও পৌর বিএনপি এবং সকল সহযোগী সংগঠনের(একাংশ) নেতাকর্মীরা এ আয়োজন করে। 

 দোয়ার অনুষ্ঠানে গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সুলতান নুর ইসলাম মুন্নু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ রোস্তম মোল্লা, গোয়ালন্দ পৌর বিএনপির সাবেক সভাপতি এডঃ এবিএম ছাত্তার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজিরুল ইসলাম তিতাস, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি রাসেল মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম মৃধা মুক্তার, উপজেলা শ্রমিক দলের সভাপতি ছরোয়ার হোসেন মোল্লা, সিনিয়র সহ-সভাপতি ফেরদৌস দেওয়ান, সাধারণ সম্পাদক আবুল কাসেম মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সভাপতি ফারুক দেওয়ান, পৌর যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন মন্ডল, সিনিয়র সহ-সভাপতি শামীম মোল্লা, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ, উপজেলা তরুণ দলের সাধারণ সম্পাদক হারুন মোল্লা ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাপ্পি হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

 দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মসজিদের ইমাম জহুরুল ইসলাম। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com