রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সরিষা ইউপির সরিষা বাজারে গত ১৪ই আগস্ট দুর্বৃত্তরা ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের পানি সাপ্লাই প্রকল্পের পাইপসহ বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করে ক্ষতিসাধন করেছে। ক্ষতিসাধনের ফলে অত্র পাইপ লাইনের পানি সাপ্লাই কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
জানা যায়, ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় সরিষা বাজারের পূর্ব পাশে পাকা রাস্তা সংলগ্ন স্থানে ২০২২-২০২৩ অর্থ বছরে ৩ লাখ ৮০ হাজার ৬শত টাকা ব্যয়ে পাইপ লাইনসহ সাবমার্সেবল পাম্প স্থাপন করেন ইউপি চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস। উঁচু পাকা পিলার করে পানির ট্যাংকি স্থাপন, সাবমার্সেবল পয়েন্টে ৮টি ট্যাপকল এছাড়া প্রায় ৪শত মিটার পাইপ স্থাপনসহ বাজারের বিভিন্ন পয়েন্টে ট্যাপকল দিয়ে নিরাপদ পানি সাপ্লাই কার্যক্রম করা হয়। বাজারসহ আশপাশের বাসা বাড়ির লোকজন সেখান থেকে পানি নিয়ে ব্যবহার করত। কিন্তু দুর্বৃত্তরা প্রকল্পের ক্ষতিসাধন করায় পানি সরবরাহ কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এতে করে স্থানীয়দের মাঝে প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে সরিষা ইউপির চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস বলেন, ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় সরিষা বাজারে স্থাপিত পানি সাপ্লাই প্রকল্প দুর্বৃত্তরা ক্ষতিসাধন করেছে। এর আগে দুর্বৃত্তরা সরিষা বাজারস্থ তার ব্যক্তিগত অফিসসহ বিশ্রামাগার ভাংচুর করে ব্যাপক ক্ষতিসাধন করে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com