পাংশার আবু হাসান ছাত্র আন্দোলনের মিছিলে যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়

মোক্তার হোসেন || ২০২৪-০৮-১৭ ১৫:৩১:২৮

image

 রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার কুড়াপাড়া গ্রামের জোয়ার্দ্দার বাড়ির ব্যবসায়ী আলী আকবর জোয়ার্দ্দারের ছেলে মোঃ আবু হাসান(২১) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্ট্যাটিজ বিভাগের মেধাবী শিক্ষার্থী। রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকার একটি ছাত্রাবাসে অবস্থান করে সে লেখাপড়া করছে। সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী।

 গত ১৮ই জুলাই বিকালে যাত্রাবাড়ীতে বন্ধুদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে সে গুলিবিদ্ধ হয়। মিছিলে ওই সময় আবু হাসানসহ শতাধিক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে আহত হয়। আবু হাসান বাম হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে ছররা গুলিতে আহত হলে পালস স্পেশালাইজ হাসপাতালে তার চিকিৎসা চলে।

 চিকিৎসা শেষে সুস্থ হয়ে পাংশার কুড়াপাড়ার নিজ বাড়িতে ফিরলে গত ১৬ই আগস্ট সকালে একান্ত সাক্ষাৎকালে এসব তথ্য জানিয়ে আবু হাসান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকেই বন্ধুদের সাথে সে সক্রিয় আছে। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসার সময় বন্ধুরাই তাকে সব রকম সহযোগিতা করেছে।

 আলাপচারিতার ফাঁকে ছররা গুলিতে শরীরের ক্ষতস্থান প্রদর্শনসহ অপারেশনের মাধ্যমে তার শরীর থেকে অপসারিত ১টি ছররা গুলি উপস্থিত গণমাধ্যম কর্মীদের সামনে সে প্রদর্শন করে। মিছিলে থাকা অবস্থায় পুলিশের গুলিতে সে ও তার সাথে থাকা বন্ধুরা গুলিবিদ্ধ হয় বলেও  উল্লেখ করে আবু হাসান। 

 শীঘ্রই ঢাকায় ফিরে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি বন্ধুদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে পুনরায় সম্পৃক্ত হয়ে কাজ করার আগ্রহ ব্যক্ত করে আবু হাসান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয় অর্জিত হয়েছে। কিন্তু অর্জিত বিজয়ের সুফলতা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। বিজয় ধরে রাখতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে। প্রত্যেকের অবস্থান থেকে কাজ করলে সমাজ থেকে, দেশ থেকে সকল প্রকার বৈষম্য, অত্যাচার-অনাচার দূর হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মোঃ আবু হাসান।

 উল্লেখ্য, মোঃ আবু হাসান প্রাথমিকে পাংশার প্রগ্রেসিভ আইডিয়াল কিন্ডার গার্টেন, এরপর ৭ম শ্রেণী পর্যন্ত পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করে ঢাকায় চলে যায়। ঢাকার মিরপুরস্থ রশিদ আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এসএসসি, মিরপুর বঙ্গবন্ধু কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্ট্যাটিজ বিভাগে ভর্তি হয়েছে। উজ্জ্বল ভবিষ্যৎ জীবনের জন্য সে সবার কাছে দোয়া কামনা করেছে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com