রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সদস্য জহুরুল ইসলাম কুটি, শামসুল আলম আজগরসহ বিভিন্ন নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৯ই আগস্ট বিকালে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মেছোঘাটা বাজারে জেলা বিএনপির উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বক্তব্য রাখেন।
মিজানপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী নাজিরুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসেবে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক গাজী আহসান হাবীব, জেলা বিএনপির সদস্য কে এ সবুর শাহীন, জেলা কৃষক দলের আহ্বায়ক আইয়ুবুর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক ও যুবদলের ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক খায়রুল আনাম বকুল, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলাম, জেলা মহিলা দলের সহ-সভাপতি ফারজানা আক্তার ডেইজি ও সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, সদস্য সচিব মামুনুল হক রনি প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় জেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায়, আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, গত ৫ই আগস্ট বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্রদের তোপের মুখে পড়ে শেখ হাসিনা লেজ গুটিয়ে পালিয়েছে। এই ১৭ বছর আমরা এক প্রকার জিম্মি ছিলাম। আমাদের কোন বাকস্বাধীনতা ছিলো না। অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলতে পারতাম না। অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হতো। এই ১৭বছর রাজবাড়ীর অনেক বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, মামলা হয়েছে। আমরা মুখ বুঝে সব সহ্য করেছিলাম। আর ভেবেছিলাম ওপরে একজন আছেন তিনি দেখছেন। বিচার একদিন ঠিকই হবে। আল্লাহ হাসিনার বিচার করেছে। এমন বিচার করেছে যে সে গোপনে দেশ ছেড়ে পালিয়েছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে। একটি সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে আবার নতুন করে গণতান্ত্রিক উপায়ে সরকার গঠন হবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com