রাজবাড়ীতে চার দফা দাবীতে অটো চালকদের সড়ক অবরোধ-বিক্ষোভ

মীর সামসুজ্জামান || ২০২৪-০৮-১৯ ১৪:৫৯:২৯

image

রাজবাড়ীতে অবৈধভাবে সড়ক থেকে চাঁদা আদায়, মহাসড়কে পুলিশী হয়রানী বন্ধসহ ৪ দফা দাবীতে গতকাল ১৯শে আগস্ট সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে ব্যাটারী চালিত ইজিবাইকের চালকরা।

 গতকাল সোমবার বেলা ১১টায় রাজবাড়ী-দৌলতদিয়া আঞ্চলিক মহাসড়কের আলাদীপুর ও পরবর্তীতে রাজবাড়ী শহরে ইজিবাইক চলাচল বন্ধ করে অবস্থান নেন তারা। জনদুর্ভোগের কথা চিন্তা করে পরে তারা শহীদ খুশি রেলওয়ে ময়দানে গিয়ে সমাবেশ করে।

 পরে সেখান থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে যায়। সেখানে ইজিবাইক চালকদের পক্ষ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলমের নেতৃত্বে ২০ সদস্যের একটি প্রতিনিধি দল ৪দফা দাবী আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসক আবু কায়সার খানের কাছে স্মারকলিপি প্রদান করেন।

 ইজিবাইক চালকেরা বলেন, পৌরসভার পার্কিং-এর নামে অবৈধভাবে ইজারাদাররা প্রতিদিন ৩৫ টাকা করে চাঁদা আদায় করে যা সম্পূর্ণ অবৈধ। আমরা এই পৌর পার্কিং-এর নামে অবৈধ চাঁদা প্রদান করবো না। মহাসড়কে উঠলেই আমাদের পুলিশের হয়রানীর মুখে পড়তে হয়। মহাসড়কে উঠলেই তারা ২৬শত টাকার মামলা দিয়ে দেয়। হাইওয়ে পুলিশ আমাদের মামলা দেয়। পুলিশ আমাদের গাড়ি রিকুইজিশন করলে সেটার কোন ভাড়া দেয় না। আমরা এগুলো বন্ধ চাই। আমরা সাধারণ অটোচালক দিনে কয় টাকায় ইনকাম করি। আমাদের সড়কে বের হলেই চার থেকে পাঁচ জায়গায় আমাদের চাঁদা দিতে হয়। আমরা সড়কে আর কোন চাঁদা দিব না।

 ইজিবাইক চালক মঈন খান বলেন, পৌরসভার ভিতর ঢুকলেই আমাদের ৩৫ টাকা করে দিতে হয়। মুরগীর ফার্মে গেলেই ১০ টাকা মাস্তানী চাঁদা দিতে হয়। আমরা এগুলো দিব কোথা থেকে। আমরা পৌর পার্কিং-এর নামে অবৈধ চাঁদা আদায় বন্ধের দাবী জানাচ্ছি।

 রাজবাড়ী জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই সড়কে চাঁদাবাজী শুরু হয়। পৌরসভা অবৈধভাবে পার্কিং-এর নামে ইজারাদারদের কাছে অটোর চাঁদা তোলার ইজারা দিয়েছে। দীর্ঘদিন ধরে ইজারাদাররা পার্কিংয়ের নামে প্রতিদিন একটি গাড়ি থেকে এই ৩৫/৪০ টাকা চাঁদা তুলে থাকে। সড়কের বিভিন্ন জায়গায় যেমন- দৌলতদিয়া, গোয়ালন্দ, গোয়ালন্দ মোড়সহ বিভিন্ন জায়গায় চাঁদা দিতে হয়। মহাসড়কে উঠলেই পুলিশ অটো চালকদের হয়রানী করে। মামলা দেয়। পুলিশের কাজে ব্যবহার হওয়া রিকুইজিশন করা গাড়ির কোন ভাড়া দেওয়া হয় না। হাইওয়ে পুলিশ ধরলেই তাদের ২৬০০ থেকে ৩০০০ টাকা দিতে হয়। আমরা এখন এগুলো অবসান চাচ্ছি। আমরা সড়কে আর কোন চাঁদা দিব না। পুলিশের হয়রানীসহ চার দফা দাবীতে আমরা জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি দিয়েছি। তিনি আশ্বাস দিয়েছেন আমাদের দাবী গুলো পূরণ করার।

 জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, ইজিবাইক চালকদের একটি প্রতিনিধি দল আমার কাছে এসেছিলো। তারা ইজারাদার কর্তৃক অতিরিক্ত অর্থ আদায়সহ আরও কয়েকটি অভিযোগের কথা আমাকে বলেছে। তাদের সাথে সবাইকে নিয়ে বসে আমরা গ্রহণযোগ্য একটা সমাধানে পৌঁছাবো। গ্রহণযোগ্য সমাধানের আগ পর্যন্ত ইজারাদার কর্তৃক চাঁদা আদায় বন্ধ থাকবে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com