রাজবাড়ী জেলার পাংশা-নাদুরিয়া ঘাট আঞ্চলিক সড়কের চত্রা নদীর উপর নির্মাণাধীন বৃত্তিডাঙ্গা ব্রিজের নির্মাণ কাজ ধীরগতিতে চলছে বলে স্থানীয়রা অভিযোগ তুলেছেন।
পাশাপাশি নির্মাণাধীন ব্রিজের পাশে ক্ষতিগ্রস্ত ডাইভারশন রোড টেকসইভাবে পুনঃ নির্মাণেরও দাবী জানান তারা।
গতকাল ২১শে আগস্ট বিকালে সরেজমিন স্থানীয়রা জানায়, চত্রা নদীর উপর নির্মাণাধীন বৃত্তিডাঙ্গা ব্রিজের নির্মাণ কাজ খুবই ধীরগতিতে চলছে। নদীর পানির প্রবাহ স্বাভাবিক রাখার ব্যবস্থা না রেখেই যানবাহনসহ সর্বসাধারণের চলাচলের জন্য যে ডাইভারশন রোড তৈরী করা হয় তাতে গত বছরেও বর্ষা মৌসুমে বৃষ্টির পানির তোড়ে ডাইভারশন রোড ভেঙ্গে যায়। তখন জনসাধারণের চলাচলের জন্য মাচাল তৈরী করা হয়। শুষ্ক মৌসুমে মাচাল অপসারণ করে সেখানে মাটি দিয়ে আবার ডাইভারশন রোড নির্মাণ করা হয়।
এ বছরে সাম্প্রতিক কয়েক দিনে টানা বৃষ্টির ফলে ডাইভারশন রোডের বিভিন্ন স্থানে ফাটল ধরে। ঝুঁকিতে যানবাহন চলাচল করতে থাকে। কিন্তু কয়েক দিনে টানা বৃষ্টির ফলে সরিষা ইউপির সরিষা, বহলাডাঙ্গা, আন্দুলিয়া ও রূপিয়াট(আংশিক) গ্রামের মাঠ প্লাবিত হয়ে পড়ে।
গত ২০শে আগস্ট সকালে স্থানীয়রা উল্লেখিত মাঠের রোপা আমন ও কর্ষাকালীন সবজির ক্ষেত ক্ষতি হওয়ার আশংকায় খাল দিয়ে পানি বের করার জন্য মাটির তৈরী ডাইভারশন রাস্তা কেটে দেয়। ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সেখানে মানুষের চলাচলের জন্য বাঁশের সাঁকো তৈরী করা হয়। এরই মধ্যে জনসাধারণের চাপের মুখে ব্রিজের নির্মাণ শ্রমিকেরা টেকসইভাবে ডাইভারশন রোড নির্মাণের উদ্যোগ নিয়েছেন।
এ ব্যাপারে ব্রিজের কামালজানী ঠিকাদারী প্রতিষ্ঠানের নির্মাণ শ্রমিক সঞ্জিব জানান, এবারে স্টিলের বোর্ড দিয়ে বেইলি ব্রিজ করে ডাইভারশন রোড নির্মাণ কার্যক্রম চলছে। খুব শীঘ্রই বেইলি ব্রিজের নির্মাণ কাজ শেষ হবে। বেইলি ব্রিজ দিয়ে অটো ভ্যান ও মাইক্রো চলাচল করতে পারবে। তবে কোনো ভারী ট্রাক চলাচল করতে পারবে না।
স্থানীয়রা জানায়, পাংশা-নাদুরিয়া ঘাট আঞ্চলিক সড়কটি খুবই জনগুরুত্বপূর্ণ। সরিষা, পাট্টা ও মৌরাট ইউনিয়নের সংযোগস্থল বৃত্তিডাঙ্গা মোড়। কিন্তু মোড় সংলগ্ন চত্রা নদীর উপর বৃত্তিডাঙ্গা ব্রিজের নির্মাণ কাজ চলছে খুবই ধীরগতিতে। দ্রুত ব্রিজের নির্মাণ কাজ সম্পন্ন করার দাবী জানায় স্থানীয়রা।
এ ব্যাপারে পাংশা উপজেলা প্রকৌশলী দপ্তরের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com