পাংশা পৌরসভার নবনিযুক্ত প্রশাসক তারিফ-উল-হাসানের দায়িত্ব গ্রহণ

পাংশা প্রতিনিধি || ২০২৪-০৮-২১ ১৪:৫৩:৪৮

image

রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ তারিফ-উল-হাসান।

 গতকাল ২১শে আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে তিনি প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পূর্বে তারিফ-উল-হাসানকে ফুলেল অভ্যর্থনা জানান পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা।

 এ সময় পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময় শেষে উপস্থিত পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণের সাথে মতবিনিময় করেন প্রশাসক তারিফ-উল-হাসান। 

 এ সময় তিনি দায়িত্ব পালনকালে পাংশা পৌরসভার নাগরিকসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com