রাজবাড়ী পৌরসভার প্রশাসক হিসেবে ডিডিএলজি সিদ্ধার্থ ভৌমিকের যোগদান

স্টাফ রিপোর্টার || ২০২৪-০৮-২১ ১৪:৫৪:৪৭

image

রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতুকে অপসারণের পর গতকাল ২১শে আগস্ট সকালে পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার শাখার ভারপ্রাপ্ত উপ-পরিচালক সিদ্ধার্থ ভৌমিক।

 এ সময় পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ তায়েব আলী, নির্বাহী প্রকৌশলী এএইচএস মোঃ আলী খাঁন ও পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন সম্রাটসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 পরে কাউন্সিলরদের মতবিনিময় সভা করেন সিদ্ধার্থ ভৌমিক। এর আগে তাকে ফুলেল অভ্যর্থনা জানান পৌর কাউন্সিলর ও পৌর কর্মকর্তা-কর্মচারীরা।

 মতবিনিময় সভায় পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রব বিশ্বাস, ২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন সম্রাট, ৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহম্মেদ সুজন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আবু হাসান, ৫নং ওয়ার্ড কাউন্সিলর কাজী মাহতাব উদ্দিন তৌহিদ, ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও ১নং প্যানেল মেয়র নির্মল কৃষ্ণ চক্রবর্তী, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জহির রাজ ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com