রাজবাড়ীতে নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে অভিভাবকদের সাথে মতবিনিময়

স্টাফ রিপোর্টার || ২০২০-১০-১৯ ১৪:১৫:৩৮

image

রাজবাড়ীতে নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা করেছে শেরপুরের এনজিও দরিদ্র সমাজ উন্নয়ন সংস্থা।

  গতকাল ১৯শে অক্টোবর বিকেলে রাজবাড়ী শহরের দক্ষিণ ভবানীপুর ভিপিকেএ ফাউন্ডেশনের ট্রেনিং সেন্টারে ব্র্যাকের সহযোগিতায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সমাজসেবক মোঃ মাহাতাব উদ্দিন খান। 

 

  মতবিনিময় সভায় ভিপিকেএ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হাফিজ আল আসাদ, দরিদ্র সমাজ উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম, এনজিও সংযোগের পরিচালক মোঃ মাহাবুব রহমান, ব্র্যাকের টেকনিক্যাল ম্যানেজার এস.এম আফছার উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বিভিন্ন অঞ্চলের অভিভাবকগণ অংশগ্রহণ করেন। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com